আইপিএল ১০ দিন পর শুরু হওয়ার কথা ছিল শনিবার থেকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু বরুণ দেবতা বোধহয় রুষ্ট ছিলেন। এদিন তাই প্রচন্ড বৃষ্টির জন্য বেঙ্গালুরুতে ম্যাচ ভেস্তে গেল। তাতেই আইপিএল ২০২৫ থেকে বিদায় নিশ্চ꧂িত হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের। রাত ১০.২০ পর্যন্ত অপেক্ষা করার পর অবশেষে ম্যাচের অফিশিয়ালরা জানিয়ে দেন, এই ম্যাচ কোনওভাবেই শুরু করা সম্ভব নয়। ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হতেই আইপিএলের প্লে অফের দৌড় থেকে বিদায় নিল নাইট রাইডার্স। বে❀ঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এদিন সন্ধ্যা থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়।
প্লে অফের কাছে RCB, ছিটকে গেল KKR
এই ম্যাচ এমনিতেই ছিল কেকেআরের অ্যাওয়ে ম্যাচ। তাই কষ্ট করেই জিততে হত নাইটদের , তবে সেই সুযোগও রাহানেরা পেলেন না। কারণ ম্যাচের টস পর্যন্ত করা গেল না প্রবল বৃষ্টিতে। তাই শনিবার থেকে আইপিএল শুরুর কথা থাকলেও সেটা সম্ভব হল না। এই ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় আরসিবির প্লে অফে যাওয়া আরও সহজ হয়ে গেল। কারণ তাঁদের পয়েন্ট সংখ্যা দাঁড়াল ১৭।🍰 ফলে এই পয়েন্টের দ্বারাই তাঁরা প্লে অফে চলে যেতে পারে। আর ক▨েকেআরের পয়েন্ট দাঁড়াল মাত্র ১২, বাকি রয়েছে ১ ম্যাচ।
রবিবার নামছে PBKS, DC
আগামীকাল অর্থাৎ রবিবার ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালসের, খেলা রয়েছে পঞ্জাব কিংসেরও। কিন্তু সেখানে যদি পঞ্জাব বা দিল্লি, কেউ ম্যাꦯচ হেরে যায় তাহলেই কিন্তু আরসিবি রবিবারই প্লে অফে পৌঁছে যাবে। আশা করা হয়েছিল, শনিবারই আইপিএল শুরু হবে, সেটা আপাতত হল না। কারণ বৃষ্টিই শেষ কথা বলল। ১০ দিনের꧟ ব্যবধানে এদিন আইপিএলের প্রত্যাবর্তনের সব মঞ্চই তৈরি ছিল।
বিরাটের খেলা দেখা থেকে ব্রাত্য হলেন সমর্থকরা
আরও যেটা খারাপ হল, সেটা হল বিরাট কোহলিকে আরসিবির সমর্থকরা এদিন সম্মান জানাতে এসেছিলেন সাদা জার্সি পড়ে। কারণ টেস্ট ক্রিকেট থেকে চলতি সপ্তাহের শুরুতেই অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। এরপরই আরসিবির ফ্যানরা সিদ্ধান্ত নিয়েছিল বিরাটকে সম্𒉰মান জানাতে ১৮ নম্বর টেস্ট জার্সি পড়েই মাঠে আসবেন। সেই মতো শনিবার প্রচুর সমর্থক এসেছিলেন বিরাটকে সম্মান জানাতে। তবে কোহলির খেলা দেখা থেকে তাঁরা ব্রাত্য হলেন, কারণ ভারতীয় দলের সেরা তারকা এদিন ব্যাট হাতে নামতেই পারলেন না। সেই সঙ্গে অরেঞ্জ ক্যাপের দৌড়েও বিরাট একটু ধাক্কা খেলেন বটে। কারণ তিনি তো খেলতে নামলেই প্রায়শই অর্ধশতরান করছিলেন, তাই আজকের ম্যাচটা হলে বিরাট হয়ত আবারও অরেঞ্জ ক্যাপের তালিক💟ায় শীর্ষে উঠতে পারত, সেটা আর হল না।