বৃষ্টির কারণে ভেস্তে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। যার জেরে কপাল পুড়ল কেকেআর-এর। লড়াই করার শেষ সুযোগটুকুও তারা পেল না। ছিটকে গেল প্লে-অফের দৌড় থেকে। এই ম্যাচ ড্র হওয়💝ায় ১৩ ম্যাচে ১২ পয়েন্ট হল নাইটদের। তাদের আর একটি ম্যাচই বাকি থাকল। লিগের নিজেদের শেষ ম্যাচটি জিতলেও ১৪ পয়েন্টের বেশি পাবে না কেকেআর। ইতিমধ্যে তিনটি দলের পয়েন্ট ১৪-র বেশি। আর মুম্বই ইন্ডিয়ান্সের ১৪ পয়েন্ট হলেও, তাদের রানরেট অনেক বেশি। এবং প্রতিটি দলের হাতেই এখনও ম্যাচ রয়েছে। তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সব আশা শেষ।
স্বাভাবিক ভাবেই এই নিয়ে প্লে-অফের দৌড় থেকে এখনও পর্যন্ত মোট চারটি দলই ছিটকে গেল। যার ফলে, ১০ দলের মধ্যে প্লে-অফের লড়াইয়ে থাকল বাকি ৬। তবে এই ছয় দলের কেউই এখনও প্লে-অফ নিশ্চিত করে উঠতে পারেনি। কারণ এই মরশুমে প্লে-অফের কাট অফ পয়েন্ট দাঁড়িয়েছে ১৮। এদিন যদি আরসিবি এবং কেকেআর-এর ম্যাচ হত, আর কোহলিরা জিততে পারতেন, তবে 🅺তাঁরা প্লে-অফ নিশ্চিত করে ফেলতেন। কিন্তু ম্যাচ না হওয়ায় আরসিবি এক পয়েন্ট পেল। এতে তাদের পয়েন্ট দাঁড়াল ১২ ম্যাচে ১৭। তারা পয়েন্ট টেবলের শীর্ষে উঠলেও, প্লে-অফ নিশ্চিত করতে পারল না।🍬 তবে তাদের প্লে-অফ কার্যত নিশ্চিত। এখান থেকে ছিটকে যাওয়ার সুযোগ নেই বললেই চলে।
এদিন আরসিবি শীর্ষে ওঠায় দুইয়ে নেমে গেল গুজরাট টাইটান্স। কেকেআর ছয়েই থাকল। পয়েন্ট টেবলের বাকি দলের পজিশনে আর কোনও পরিবর্তন হয়নি☂।
আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের সর্বশেষ আপডেট:
১) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১২ ম্যাচে ৮টি জয়, ৩টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৭ পয়েন্ট (নেটཧ রꦍানরেট +০.৪৮২)
২) গুজরাট টাইটান্স- ১১ ম্যাচ⛄ে ৮টি জয়, ৩টি হার, ১৬ পয়েন্ট (নেট রানরেট +০.৭৯৩)
আরও পড়ুন: IPL-এ বিরাট রেকর্ড গড়লেন স্কাই, সচিনের নজির🍸 চুরমার করে ইতিহܫাস লিখলেন MI ব্যাটার
৩) পঞ্জাব কিংস- ১১ ম্যাচে𝐆 ৭টি জয়, ৩টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৫ পয়েন্ট (নেট রানরেট +০.৩৭৬)
৪) মুম্বই ইনไ্ডিয়ান্স- ১২ ম্যাচে ৭টি জয়, ৫টি হার, ১৪ পয়েন্ট (নেট রানরেট +১.১৫৬)
৫) দিল্লি ক্যাপিটালস- ১১ ম্যাচে ৬টি জয়, ৪টি হার, রেজাল্ট হয়নি ১♈ ম্যাচে, ১৩ পয়েন্ট (নেট রানরেট +০.৩৬২)
৬) কলকাতা নাইট রাইডার্স- ১৩ ম্যাচে ৫টি জয়, ৬টি হার, রেজাল্ট হয়নি ২ ম্যাচে, ১২ পয়ꦜেন♉্ট (নেট রানরেট +০.১৯৩)
৭𒐪) লখনউ সুপার জায়ান্টস- ১১ ম্যাচে ৫টি জয়, ৬টি হার, ১০ পয়েন্ট (নেট রানরেট -০.৪৬৯)
৮) সানরাইজার্স হায়দরাবাদ- ১১ ম্যাচেꦛ ৩টি জয়, ৭টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ৭ পয়েন্ট (নেট রানরেট -১.১৯২)
৯) রাজস্থান রয়্যালস- ১২ ম্যাচে ৩টি জয়, ৯টি হার, ৬🎃 পয়েন্ট (নেট রানরেট -০🅰.৭১৮)
১০) চেন্নাই সুপার কিংস- ১২ ম্যাচে ৩টি জয়, ৯টি হার, ৬ পয়ে🐠ন্ট (নেট রানরেট -০.৯৯২)