বিক্রমগড়ের কোটি টাকার ফ্ল্যাট বুকিংয়ের সময় সায়নীর সঙ্গে ছিলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল ঘোষ। সাংবাদিকদের সামনে এমনই দাবি করলেন সায়নীর প্রতিবেশী পবন শর্মা নামে এক ব্যক্তি। তিনি জানান ২০২০ সালে ওই ফ্ল্যাটের দাম ছিল প্রায় দেড় কোটি টাকা। সেই ফ্ল্যাট বুকিংয়ের সময় সায়নীর সঙ্গে হাজির ছিলেন কুন্তল।পবনবাবুর দাবি, ২০২০ সালে বিক্রমগড়ের লীলাদ্বীপ আবাসনে একটি বিশাল ফ্ল্যাট বুক করেন সায়নী। প্রায় গোটা একটি তল জুড়ে ফ্ল্যাট বুক করেন তিনি। আর সেই সময় সায়নীর সঙ্গে হাজির ছিলেন কুন্তল ঘোষ। নিজে চোখে সায়নীর সঙ্গে কুন্তলকে দেখেছেন তিনি।পবনবাবু বলেন, ফ্ল্যাটের টাকা সায়নী কোথা থেকে পেয়েছে তা বলতে পারব না। তবে সায়নী যে বলছেন রাজনৈতিক সভায় গিয়ে কুন্তলের সঙ্গে তাঁর পরিচয় তা ঠিক নয়। সায়নী তার অনেক আগে থেকেই কুন্তলকে চিনতেন। কারণ সায়নী তৃণমূলে যোগদান করেছেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে। তার পর যুব তৃণমূলের সভানেত্রী হয়। জুন – জুলাই মাসে নতুন রাজ্য কমিটির তালিকা প্রকাশ হলে দেখা যায় তাতে রয়েছে কুন্তলের নাম।তিনি জানিয়েছেন, ২০২১ সালের পুজোর পর নতুন ফ্ল্যাটে আসেন সায়নী। তার পর গোটা তলাটাই কিনে নেন তিনি।পবনবাবুর অনুমান, অনেক আগে থেকেই টলিউডে সায়নীর মাধ্যমে বিনিয়োগ করতেন কুন্তল। তৃণমূলের সঙ্গে সায়নীর যোগাযোগও বেশ পুরনো। ২০২১ সালের ভোটের আগে তাকে আনুষ্ঠানিকভাবে যোগদান করানো হয়। তার পর আসানসোল থেকে ভোটে লড়ে অগ্নিমিত্রা পালের কাছে হারেন তিনি। তার পরও জুটে যায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ।