বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন বাংলায়। তার আগেই করে ফেলতে হবে সাংগঠনিক রদবদল। সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নানা সভা–সমাবেশ থেকে এই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার মে মাসেই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলের ইঙ্গিত মিলেছে। গত ৬ মাসে নানা কারণে এই সাংগঠনিক রদবদল বারবার পিছিয়ে গিয়েছে। এবার রদবদল হবে এবং সেটা হবে পারফরম্যান্সের নিরিখেই বলে সূত্রের খবর।
এদিকে তৃণমূল কংগ্রেসের নানা সাংগঠনিক দায়িত্বে থাকা একাধিক নেতার সূত্রে পাওয়া খবর, মে মাসেই এই রদবদলের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ঠিক ছিল মে মাসের ১০ তারিখের মধ্যেই নানা রদবদল ঘোষণা করা হবে। কিন্তু ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ায় সেটা একটু পিছিয়ে যাবে। তবে হবে মে মাসেই। তৃণমূল কংগ্রেসের সূত্রে খবর, এখন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মুর্শিদাবাদ সফরে রয়েছেন। তৃণমূলনেত্রী কলকাতায় ফেরার পরই মে মাসের মধ্যেই রদবদল হবে। গতবছর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক ঘোষণা করেন, লোকসভা নির্বাচনের ফলাফল এবং একাধিক মাপকাঠি সামনে রেখে সংগঠনের নানা স্তরে রদবদল করা হবে।
আরও পড়ুন: রবীন্দ্রজয়ন্তীতে নয়া ভাবনায় সাংস্কৃতিক প্রতিরোধের ডাক সিপিএমের, ভোট কি বাড়বে?
অন্যদিকে তারপর খসড়া তালিকা তৈরি করা হয়। সেই তালিকা পৌঁছে দেওয়া হয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি মিলে খসড়া তালিকা তৈরি করেন। তৃণমূল সুপ্রিমোর কাছে তা পৌঁছে দেন রাজ্য সভাপতি। কারণ খসড়া তালিকা দেখে দলনেত্রীই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও অভিষেক জানান, রদবদল আসন্ন। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের ফলাফল এবং পারফরম্যান্সের নিরিখে যে রদবদল হবে সেটাও ভার্চুয়াল বৈঠক থেকে নেতাদের বুঝিয়ে দেন ডায়মন্ডহারবারের সাংসদ।