রান্নার গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে নাভিশ্বাস উঠেছে আমজনতার। প্রত্যন্ত এলাকার দিকে গ্যাস কিনতে না পেরে অনেকেই আবার জ্বালানি হিসেবে বেছে নিচ্ছেন কাঠ বা কয়লাকে। যার ফলে বাড়ছে পরিবেশ দূষণ। লাগাতার রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামলো মহিলা তৃণমূল। গতকাল রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে হাজরা মোড়ে জনসভা করল তৃণমূল কংগ্রেস।
সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী মালা রায়, কাজরী বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃত্ব। এছাড়াও বহু আদিবাসী মহিলা এই জনসভায় যোগ দেন। গ্যাসের মূল্যবৃদ্ধির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সবজির মূল্যবৃদ্ধি নিয়েও এদিন কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তৃণমূল নেতৃত্ব। সকলের উপস্থিতিতে ঝিঙে, লাউ, কুমড়ো প্রভৃতি সবজি ফাঁসি দিয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। তাদের বক্তব্য, লাগাতার মূল্য বৃদ্ধির ফলে গ্যাস কিনে রান্না করতে গিয়ে সমস্যায় পড়ছেন আমজনতা। এরকম হলে রান্না না করে তাদের থাকতে হবে। তাই অবিলম্বে গ্যাসের দাম কমানোর দাবি জানান তারা।
এদিকে, গতকাল উত্তরবঙ্গ সফরে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। তাঁর বক্তব্য, মোদী সরকারের আমলে লাগাতার মূল্য বৃদ্ধি হচ্ছে। এ কথা বলতে গিয়ে তিনি আট বছর আগেকার অর্থাৎ কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার আগে পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেন।