শুভেন্দু অধিকারীর সভায় বাধা দিতে গিয়ে ফের একবার আদালত থেকে চড় খেয়ে ফিরল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ১০ মার্চ সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সঙ্গে পুলিশ – প্রশাসনকে বিচারপতি জয় সেনগুপ্তের প্রশ্ন, সভা না করতে দিয়ে কাকে রক্ষা করতে চাইছেন আপনারা?
আরও পড়ুন: সম্পর্কের গভীরতা কতটা? পার্থ-অর্পিতাকে নিয়ে বড় প্রশ্ন উঠল আদালতে
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর নিলেও আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভর্ৎসনা শোনার বিরাম নেই। এবার শুভেন্দু অধিকারীর সভায় বাধা দিয়ে কলকাতা হাইকোর্টের চড় খেল রাজ্য প্রশাসন। আগামী ১০ মার্চ সন্দেশখালিতে সভা করার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেন বিজেপি। কিন্তু সভাস্থলে ১৪৪ ধারা জারি রয়েছে বলে জানিয়ে সেই আবেদন খারিজ করে পুলিশ।
এর পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দুবাবু। সেই মামলার শুনানিতে শুক্রবার রাজ্যের তরফে দাবি করা হয়, সভাস্থলে ১৪৪ ধারা জারি রয়েছে। ফলে সেখানে সভা করার অনুমতি দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন: ‘সব মিথ্যে, আল্লাহ আছেন, বিচার হবেই’, প্রথমবার মুখ খুললেন ‘নেংটি ইঁদুর’ শাহজাহান
তখন বিচারপতি সেনগুপ্ত বলেন, নথি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, বিজেপি সভার জন্য আবেদন করার কিছুক্ষণ আগে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সন্দেশখালিতে গত কয়েক সপ্তাহে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাহলে এমন কী কারণ রয়েছে যে বিজেপির নির্দিষ্ট করা সভাস্থলে সাত তাড়াতাড়ি ১৪৪ ধারা জারি করে দিতে হল? সভা করতে না দিয়ে কাকে বাঁচাতে চাইছেন আপনারা?