বুধবার কাঁটায় কাঁটায় দুপুর একটায় প্রকাশিত হল ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিল-এর দশম শ্রেণির পরীক্ষার (ম্যাট্রিক) ফল। পড়ুয়ারা কাউন্সিলের ওয়েবসাইটে jac.nic.in এবং jac.jharkhand.gov.in/ja এ গিয়ে নিজেদের ফল দেখতে পাবে। এ ছাড়া ফল দেখা যাবে ।
দীর্ঘ কয়েক মাসের জল্পনার অবসান ঘটিয়ে বুধবার প্রকাশিত হল ঝাড়খণ্ডের ম্যাট্রিক পরীক্ষার ফল। গত ফেবিরুয়ারি মাসের ১০ থেকে ২৮ তারিখ পর্যন্ত আয়োজিত হয়েছিল এই পরীক্ষা। সাধারণত মে মাসে এই পরীক্ষার ফল প্রকাশিত হয়, তবে এবার করোনা সংক্রমণ পরিস্থিতির জেরে ফল প্রকাশে দেরি হয়েছে বলে জানিয়েছে ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিল। এবার পরীক্ষার খাতা দেখা হয়েছে ২৮ মে থেকে ২৫ জুন পর্যন্ত।
অনলাইনে ফল দেখতে হলে পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে থাকা তথ্যাবলী উল্লেখ করতে হবে। এর মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর, যা ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইট অথবা অ্যাপ-এ লগ ইন করা যাবে।
এ বছর প্রায় ৪ লাখ পরীক্ষার্থী দশম শ্রেণির ম্যাট্রিক পরীক্ষা অবতীর্ণ হয়েছিল। পরীক্ষায় পাশ করতে হলে প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩৫% নম্বর পাওয়া আবশ্যিক। যে সমস্ত পরীক্ষার্থী এবারের ম্যাট্রিক পরীক্ষায় অকৃতকার্য হবে, তারা আগামী বছর জুন-জুলাই মাসে কম্পার্টমেন্টাল বা ইনপ্রুভমেন্ট পরীক্ষায় বসতে পারবে। চলতি বছরের কম্পার্টমেন্টাল পরীক্ষা করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে অগস্ট মাসে আয়োজিত হওয়ার কথা রয়েছে।
কম্পার্টমেন্টাল বা ইমপ্রুভমেন্ট পরীক্ষার জন্য আবেদনের ফর্ম ম্যাট্রিক পরীক্ষার ফলের সঙ্গেই নিজস্ব ওয়েবসাইটের অন্তর্ভুক্ত করেছে ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিল। তবে পরীক্ষার দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।