চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং অবশেষে সেই প্রশ্নটির মুখো𒐪মুখি হলেন, যা কয়েক বছর ধরেই সকলের মনেই ঘুরপাক খাচ্ছে। মহেন্দ্র সিং ধোনির আইপিএল ভবিষ্যৎ কী? কবে অবসর নেবেন ধোনি? তবে তেমন কিছুই খোলাসা করলেন না ফ্লেমিং।
‘আমি জানি না।’—সোমবার অরুণ জেটলি স্টেডিয়ামে প্রাক-ম্যাচ প্রেস কনফারেন্সে এই ছোট্ট মন্তব্য করে ধোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিলেন ফ্লেমিং। ৪৩ বছর বয়সি কিংবদন্তি অধিনায়ক আইপিএলে শেষবᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚার খেলছেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা কা🐓টেনি।
আরও পড়ুন … শাকিবের পরে এবার মেহেদি! 🐠PSL 2025-র প্লে-অফে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মিরাজ
⛄চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৫-এর তাদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে। তবে এবারের মরশুমের হতাশাজন🍎ক পারফরম্যান্সের প্রেক্ষিতে এখন দলের দৃষ্টি ভবিষ্যতের দিকে, ফলাফলের দিকে নয়।
পা🧜ঁচবারের চ্যাম্পিয়নদের জন্য এই মরশুমটি ছিল ভুলে যাওয়ার মতো। ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং—সব বিভাগেই ছিল অস্থিরতা ও দুর্বলতা। তবে এই ব্যর্থতার মধ্যেও কিছু আশার আলো দেখা গেছে, যার মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম ১৭ বছর বয়সি আয়ুষ মাত্রে। এই তরুণ ওপেনারের সাহসী মেজাজ ও পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলার দক্ষতা চেন্নাইয়ের জন্য ভবিষ্যতের একটি শক্ত ভিত গড়ার ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন … ভিডিয়ো: IPL 2025-এর ব্যর্🌳থতা ভুলতে জাদেজার অভিনব উপায়! নিজের🌃 খামারে ফিরেই…
মাত্রে ছাড়াও ডেওয়াল্ড ব্রেভিস, উরভিল প্যাটেল এবং শায়েক রশিদ-এর মতো তরুণরা যেভাবে এগিয়ে এসেছেন, তাতে মনে হচ্ছে ধোনির-পরবর্তী যুগের প্রস্তুতি শুরু হয়ে গেছে। যদিও সেটা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। নতুন সূ𒈔চি অনুযায়ী নিরপেক্ষ ভেন্যু হিসেবে নির্ধারিত অরুণ জেটলি স্টেডিয়ামে এই তরুণদের আরও একবার নিজেকে প্রমাণ করার সুযোগ মিলবে।
আরও পড়ুন … চলো ওকে গিয়ে হাই বলি… RR vs PBKS ম্যাচ শেষে মাঠে কার খোঁজ ꦉকরছিলেন প্রীতি জিন্টা?
অন্যদিক✤ে, রাজস্থান রয়্যালসের মরশুম শেষ হচ্ছে হতাশার ছাপ নিয়ে। যদিও দলটিতে রয়েছে যশস্বী জসওয়াল ও ১৪ বছর বয়সি প্রতিভাবান বৈভব সূর্যবংশীর মতো খেলোয়াড়, তবে গতবারের নিলামে নেওয়া কিছু ভুল সিদ্ধান্ত তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। জোস বাটলারকে ছেড়ে দেওয়া, অপরীক্ষিত ভারতীয় প্রতিভার উপর অতিরিক্ত নির্ভরতা, এবং একটিও নির্ভরযোগ্য ভারতীয় পেসার বা অলরাউন্ডারের অনুপস্থিতি—সব মিলিয়ে দলটি ভারসাম্য হারায়।
চলতি মরশুমে ৯টি ম্যাচে রান তাড়ায় মাত্র একবার জয় এসেছে, যা রাজস্থানের জন্য একটি বড় দুর্বলতা হিসেবে উঠে এসেছে। দু’দꦛলই হয়তো প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে, তবে চেন্নাই সুপার কিংসের নজর এখন একটাই—ভবিষ্যৎ, সেটা 𝐆ধোনিকে নিয়েই হোক বা তার পরবর্তী অধ্যায় নিয়ে।