শুভমন গিল এবং সাই সুদর্শন ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন এবং তাদের জোড়া ইনিংসের দৌলতেই গুজরাট টাইটান্স রবিবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএল ২০২৫-এর প্লে-অফে পৌঁছে গিয়েছে। এই দুই তরুণ ভারতীয় ব্যাটার ওপেনিংয়ে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন এবং একে অপরকে দা꧂রুণভাবে পরিপূরক করে একটি মজবুত ওপেনিং জুটি তৈরি করেছেন।
রবিবার ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, টাইটান্সের এই ওপেনিং জুটি—সাই সুদর্শন (অপরাজিত ১০৮) ও শুভমন গিল (অপরাজ🎉িত ৯৩)—খুব সহজেই দলকে জয় এনে দেয় এবং এক ওভা🌞র বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয়।
আরও পড়ুন … 🧔রোহিত-বিরাট টেস্টকে বিদায় জানিয়েছেন, এবার কি 👍IPL থেকে অবসর নেবেন ধোনি? ধোঁয়াশা বাড়ালেন CSK কোচ
দ্বিতীয় মরশুমের জন্য একসঙ্গে ওপেনিংয়ে নামছেন এই দুইজন, আর অল্প সময়ের মধ্যেই তারা আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ভারতীয় ওপেনিং জুটি হয়ে উঠেছেন। রবিবার তারা একটি নতুন রেকর্ডও গড়েছেন—এ🐬কটি মরশুমে কোনও ভারতীয় জুটির সর্বাধিক রানের রেকর্ড (৮৩৯ রান*)। তারা ২০২১ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে শিখর ধাওয়ান ও পৃথ্বী শ’–এর করা ৭৪৪ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন।
সাই সুদর্🌺শন বর্তমানে ১২ ম্যাচে ৬১৭ রান করে অরেঞ্জ ক্যাপ তালিকায় শীর্ষে রয়ে𝐆ছেন, আর তার অধিনায়ক শুভমন গিল রয়েছেন দ্বিতীয় স্থানে, ৬০১ রান করে।
আরও পড়ুন … শাকিবের পরে এবার মেহেদি!☂ PSL 2025-র প্লে-অফে লাহ🎃োর কালান্দার্সের হয়ে খেলবেন মিরাজ
সাই সুদর্শনের দুর্দান্ত সেঞ্চুরির প্রশংসা করে ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা বলেন, এবছর তিনি ভবিষ্যতের ভারত অধিনায়ক শুভমন গিꦕলকেও টপকে গিয়েছেন। অজয় জাদেজা বলেন, ‘সাই সুদর্শন ভবিষ্যতের ভারত ꦏঅধিনায়ককে টপকে গিয়েছেন। তার ব্যাটিং চোখে আরামদায়ক। এটা শুধু দিল্লি ক্যাপিটালস ম্যাচের কথা নয়, আগের ম্যাচগুলিতেও ও শুভমনের তুলনায় তাঁকে বেশি পরিণত ব্যাটার মনে হয়েছে। শুভমনের তুলনায় তাঁর ব্যাটিং অনেক বেশি ঝুঁকিহীন।’
আরও পড়ুন … ভিডিয়ো: IဣPL 2025-এর ব্যর্থতা ভুলতে জাদেজার অভিনব উপায়! নিজের খামারে ফিরেই…
‘সাই এমন একজন প্রতিষ▨্ঠ🃏িত ক্রিকেটারের সঙ্গে খেলছে…’ অজয় জাদেজা
গুজরাট অধিনায়ক শুভমন গিল অনেক সময়ই তার তরুণ ওপেনিং পার্টনারকে এগিয়ে যেতে দিয়ে নিজে সেকেন্ড ফিডল বাজিয়েছেন, যেমনটা রবিবারও দেখা গেছে। সুদর্শন গোটা ইনিংসে সাবলীল ছিলেন, আর গিল ধীর গতিতে শুর♔ু করলেও পরে ছক্কার মার দিয়ে খ𓂃োলস ভাঙেন।
জাদেজা প্রশংসায় ভরিয়ে বলেন, ‘সাই একজন প্রতিষ্ঠিত ক্রিকেটারে♛র সঙ্গে খেলছে, যে নিয়মিত ভারতীয় দলে খেলে। দিল্লির বিরুদ্ধে গিল টাইমিং করতে পারছিল না, জোরে মারতে হচ্ছিল রান করার জন্য। কিন্তু সাইয়ের ক্ষেত্রে তা ছিল না—সে স্বাভাবিক ও স্বচ্ছন্দ ব্যাটিং করেছে।’