ভারতীয় বংশোদ্ভূত দুঁদে কর্পোরেট আধিকারিক রাহুল। বর্তমানে তিনি গ্রামারলির গ্লোবাল প্রোডাক্ট হেড হিসেবে কাজ করছেন। আগামী ১ মে থেকে সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
ফাইল ছবি: গ্রামারলি
ফের এক আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার মাথায় বাঙালি। অনলাইন টেক্সট এডিটিং প্ল্যাটফর্ম Grammarly-র CEO হচ্ছেন রাহুল রায়চৌধুরী। AI-ভিত্তিক এই সংস্থার সদর দফতর সান ফ্রান্সিসকোতে।
Linkedin-এ রাহুল রায় চৌধুরী জানিয়েছেন, 'আমি বছর দুই আগে গ্রামারলিতে যোগ দিই। যোগাযোগের উন্নতির মাধ্যমে জীবনযাত্রার মানকে উন্নত করার ভাবনায় আমার গভীর বিশ্বাস রয়েছে। সেই ভাবনা থেকেই আমি গ্রামারলিতে যোগ দিই। আগামী ১ মে থেকে গ্রামারলির সিইও হিসাবে এক নতুন অধ্যায় শুরু করার সুযোগ পেয়ে আমি আপ্লুত।'
'আমাদের লক্ষ লক্ষ ব্যবহারকারীরাই ধ্রুবতারা হিসাবে আমাদের পথ নির্দেশক হিসেবে রয়ে গিয়েছেন। এর কারণ, আমরা প্রতিনিয়তই তাঁদের বাস্তব চ্যালেঞ্জগুলির সমাধান করতে থাকি। গ্রামারলি এক দশকেরও বেশি সময় ধরে দায়িত্বের সঙ্গে AI-তে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাচ্ছে। আর এটি আমাদের পথ চলার শুরু মাত্র,' জানিয়েছেন রাহুল।
২০২১ সালের মে মাসে গ্রামারলিতে যোগদান করেন তিনি। এর আগে রাহুল রায়চৌধুরী প্রায় ১৪ বছর ধরে Google-এ কাজ করেছেন। সেখানে তিনি প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস-প্রেসিডেন্ট সহ একাধিক উচ্চপদে কাজ করেছেন।
২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে বেঙ্গালুরুতে Google-এর অফিসে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে দুই বছর কাটিয়েছেন। এরপর তিনি ক্যালিফোর্নিয়ায় চলে যান।
রাহুল রায়চৌধুরী স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে তাঁর কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। তিনি নিউইয়র্কের হ্যামিল্টন কলেজ থেকে গণিতে BA-ও করেছেন।