গতবারের চ্যাম্পিয়ন স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারকে এবছর ধরে রাখতে সক্ষম হয় কেকেআর। শ্রেয়স আইয়ারের জায়গা যথাযথভাবে পূরণ করেন নতুন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে। টুর্নামেন্টে দলগতভা♚বে নিতান্ত মন্দ ক্রিকেট খেলেনি কলকাতা। তা সত্ত্বেও এবার আইপিএল ২০২৫-এর প্লে-অফে উঠতে ব্যর্থ হয় নাইট রাইডার্স।
আসলে ২টি ম্যা𓂃চ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার ঘটনা বাদ দিলেও অন্তত তিনটি লিগ ম্যাচে অল্পের জন্য পরাজিত🌠 হয় কেকেআর। সেই তিনটি প্রায় জেতা ম্যাচ হাতছাড়া না করলে কেকেআর এবার আইপিএলের প্লে-অফে জায়গা করে নিতে পারত।
আইপিএল ২০২৫-এ কেকেআরের সব লিগ ম্যাচের ফলাফল
১. ইডেনে আরসিবির কাছে ৭ উইকেটে পরাজিত হয়।
২. গুয়াহাটিতে রাজস্থান ꦆরয়্যালসকে ৮ উইকেটে পরাজিত করꦚে।
৩. ওয়াংখেড়েতে মুম্বই🦄 ইন্ডিয়ান্সের কাছে ৮ উইকেটে হেরে যায়।
৪. ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে 🎃৮০ রানে হারিয়ে🙈 দেয়।
🦩৫. ইডেনে লখনউ সুপার জায়ান্টসের কাছে ৪ রানে হেরে যায়।
৬. চিপকে চে𒆙ন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়ে দেয়।
আরও পড়ুন:- প্লে-অফে ওঠা নিশ্চিত নয়, আগেভাগে স্কোয়াডে ৩টি বদল মুম্বই ইন্ডিয়ান্সের, খরচ ꦬ৭ কোটি
৭. মুল্লানপুরে পঞ্জাব কꦯিংসের কা🥀ছে ১৬ রানে পরাজিত হয়।
৮. ইডেনে গুজরাট টাইটানসের কাছে ৩৯ রানে হেরে যায়।
৯. ইডেনে পঞ্জাব কিংস ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়।
১০. কো✤টলায় দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়ে দেয়।
১১. ইডেনে রাজস্থান রয়্যালসকে ১ রানে পরাজিত করে।
১২. ইডেনে চেন্নাইয়ের কাছে ২ উইকেটে হেরে যায়।
১৩. চিন্নাস্বামীত💎ে আরসিဣবি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়।
১৪. সানরাই𓄧জার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ বাকি রয়েছে।
আরও পড়ুন:- অভিষেকের সঙ্গে ঝ💞ামেলায় জড়িয়ে নির্বাসিত দিগ্বেশ রাঠি, শাস্তি পেলেন SRH তারকাও
পয়েন্ট টেবিলে কেকেআরের অবস্থান
কলকাতা নাইট রাইডার্স ১৩ ম্যাচের ৫টিতে জয় পায়। তারা পরাজিত হয় ৬ ম্যাচে। নাইট রাইডার্সের ২টি ম্যাচ ব🍸ৃষ্টিতে পরিত্যক্ত হয়। সাকুল্যে ১২ পয়েন্ট নিয়ে কলকাতা আপাতত লিগ টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে। গতবারের চ্যাম্পিয়ন কেকেআরের প্লে-অফে ওঠার কোনও সম্ভাবনা নেই।
কোন তিনটি প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করে কেকেআর
কেকেআর বনাম লখনউ (ইডেন): ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হাই-স্কোরিং ম্যাচে জয়ের দোরগোড়া থেকে ফিরতে হয় কলকাতাকে। শুরুতে ব্যাট করে লখনউ ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৩৮ রান সংগ্রহ করে। পালটা ব্যাট করতে নেমে কেকেআর ২০ ওভꩵারে ৭ উইকেটের বিনিময়ে ২৩৪ রানে আটকে যায়। অর্থাৎ, মাত্র ৪ রানের ব্যবধানে ম্যাচ হারে কেকেআর।
পঞ্জাব কিংস বনাম কেকেআর (মুল্লানপুর): পঞ্জাবকে তাদের ঘরের মাঠে হারানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল নাইট রাইডার্স। তবে বাগে পেয়েও শ্রেয়স আইয়ারদের পরাজিত করতে ব্যর্থ হয় কেকেআর। শুরুতে ব্যাট করতে নামা পঞ্জাব ১৫.৩ ওভারে মাত্র ১১১ রানে অল-আউট হয়ে যায়। অতি সহজে জিতে নেট রান-রেটও বাড়িয়ে নেওয়ার হাতছানি ছিল কলকাতার সামনে। তবে চূড়ান্ত ব্যাটিং ভরাডুবির মুখে পড়ে কলকাতা🅰 পালটা ব্যাট করতে নেমে মাত্র ৯৫ রানে অল-আউট হয়ে যায়। জেতা ম্যাচ ১৬ রানে হারতে হয় কেকেআরকে।
কেকেআর বনাম সিএসকে (ই🤡ডেন): ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে হারানোর সুযোগ ছিল কলকাতার সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি অজিঙ্কা রাহানেরা। শুরুতে ব্যাট করে কেকেআর ৬ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে। পালটা ব্যাট করতে ন༒ামা চেন্নাই শিবির মাত্র ৬০ রানে ৫ উইকেট হারিয়ে বসে। তারা ৬ উইকেট হারায় দলগত ১২৭ রানে। সেখান থেকে কেকেআর ম্যাচ হারে ২ উইকেটে। চেন্নাই ১৯.৪ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৮৩ রান তুলে ম্যাচ জিতে যায়।