১৮ মে জয়পুরে রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে ১০ রানের রোমাঞ্চকর জয়ের পর পঞ্জাব কিংস (PBKS) পেসার আর্শদীপ সিং মজার একটি ভিডিয়ো শেয়ার করেছেন। এই ভিডিয়োতে যশস্বী জসওয়ালকেও দেখা গিয়েছিল। এই ম্যাচ-পরবর্তী আলাপচারিতায় আর্শদীপ পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজওয়ানকে খোঁচা দিয়ে কটাক্ষ করেন। রিজওয়ানের বিখ্য🌸াৎ 'win or learn' মন্তব্যের মাধ্যমে ঠাট্টা করেন।
ম্যাচের পর আর্শদীপ সিং একটি মজার ইনস্টাগ্রাম ভিডিয়ো পোস্ট করেন যশস্বীর সঙ্গে। ভিডিয়োতে আর্শদীপ মজা কর𝐆ে বল🍎েন, ‘বহুত মারা বে, ধাগা হি খোল দিয়া।’ মানে ‘ও খুব মেরেছে, বলের দড়িটা ছিঁড়ে দিয়েছে’ এই মন্তব্যটি অবশ্য এমএস ধোনির বায়োপিক ‘MS Dhoni: The Untold Story’-এর একটি জনপ্রিয় সংলাপ।
এই কথার জবাবে যশস্বী হাসতে হাসতে বলেন, ‘একদম, ম্যায় বোলা থা ইসকো, ম্যায় মারুঙ্গা এক দিন’, অর্থাৎ ‘আমি বলেছিলাম ওকে, একদিন ঠিকই মারব।’ তবে ভিডিয়োর সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল আর্শদীপের ক্যাপশন। তিনি মহম্মদ রিজওয়ানের বিখ্যাত ‘win or learn’ মন্তব্যকে খো♌ঁচা দিয়ে লেখেন, ‘Sometimes win, sometimes learn & win.’ মানে ‘কখনও জিতব, কখনও শিখব এবং জিতব।’
আরও পড়ুন … ব্যর্থ ২৭ কোটির পন্ত, SRH-এর🌌 কাছে ৬ উইকেটে হেরে IPL 2025-থেকে বিদায় নিল গোয়েঙ্কার LSG
মহম্মদ রিজওয়ান সম্প্রতি বেশ কয়েকবার ট্রলের শিকার হয়েছেন, বিশেষ করে তার ইংরেজি উচ্চারণ এবং শব্দচয়নের কারণে। তার ‘sometimes you win, sometimes you le🍒arn... and then win’ মন্তব্যটি সোশ্⛄যাল মিডিয়ায় মিম ট্রেন্ডে পরিণত হয়েছে।
পিএসএ꧑ল ২০২৫-এর শুরুতে রিজওয়ান নিজেও এই ট্রল প্রসঙ্গে কথা বলেন। এক আবেগঘন বক্তব্যে তিনি বলেন, তিনি ঠিকভাবে স্কুলে যেতে পারেননি, তাই ইংরেজিতে দুর্বলতা রয়েছে।
আরও পড়ুন … এটা সবসময়ই দারুণ একটা লড়াই… ‘GOAT’ বিতর্ক ও রোনাল্ডো নিয়ে মুখꦺ খুললেন মেসি, কী বললেন LM10?
যদিও এই ম্যাচের কথা বললে, যশস্বীর ব্যাটিং ছিল অসাধারণ, কিন্তু হরপ্রীত ব্রারের দুর্দান্ত বোলিংয়ের জন্য♊ রাজস্ꦬথান রয়্যালস ১০ রানে হেরে যায় এবং IPL 2025-এর প্লে-অফ থেকে আগেই ছিটকে যায়। অন্যদিকে, গুজরাট টাইটান্স (GT) দিল্লি ক্যাপিটালসকে হারানোর পর পঞ্জাব কিংস প্লে-অফে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন … ভ🍎িডিয়ো: IPL-এ নিজের অভিষেক ম্যাচে আউট হয়ে যাওয়ার পরে কাঁদছিলেন কেন? বৈভব সূর্যবংশীর অবাক করা উত্তর
GT ও RCB-ও প্লে-অফে জায়গা নিশ্চিত 🍸করেছে। এখনও একটি স্থান ফাঁকা আছে এবং তা নিয়ে চলছে বেশ লড়াই। এখন দিল্লি ক্যাপিটালস, ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে লড়াই চলছে। সানরাইজা💜র্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে লখনউ সুপার জায়ান্টসও আইপিএল ২০২৫-এর প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে।