চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-তে কি ভারত বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে। দক্ষিণ আফ্রিকা এখনও এ নিয়ে চিন্তা করার জায়গায় নেই, তবে বিশেষজ্ঞরা মনে করেন, যদি দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল বা ফাইনাল ওঠে এবং তাদের দুবাই যেতে হয়, তাহলে তারা যে ভারতের তুলনায় পিছিয়ে থাকবে। এমনটাই মনে করেন দক্ষিণ আফ্রিকার টপ-অর্ডার ব্যাটসম্যান রাসি ভ্যান ডার দাসেন। তার মতে, একই ভেন্যুতে অনুশীলন ও ম্যাচ খেলার সুবিধা ভারতকে এগিয়ে রাখবে, যা তাদের পুরোপুরি কাজে লাগাতে হবে।
রাসি ভ্যান ডার দাসেন বলেন, ‘এটি অবশ্যই একটি সুবিধা। পাকিস্তানও এটি নিয়ে মন্তব্য করেছে, এবং আমি মনে করি এটি পুরোপুরি সত্যি।’ ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলার আগে করাচি থেকে ভ্যান ডার দাসেন বলছিলেন, ‘আপনি যদি একই জায়গায় থাকেন, একই হোটেলে থাকেন, একই অনুশীলন সুবিধা ব্যবহার করেন এবং একই মাঠে বারবার খেলেন, তাহলে এটি নিঃসন্দেহে একটি সুবিধা।’
আরও পড়ুন … ভিডিয়ো: ১৯ বলে ৩৯ রান! চার-ছক্কার বন্যা, ফের বাইশ গজে ঝড় তুললেন ক্রিস গেইল
ভারতের উপর থাকবে অতিরিক্ত চাপ
রাসি ভ্যান ডার দাসেন আরও বলেন, এই সুবিধাটাই ভারতের জন্য চাপ হয়েও দাঁড়াতে পারে। রাসি ভ্যান ডার দাসেন বলেন, ‘যে দল ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল বা ফাইনালে খেলবে, তারা একেবারে নতুন কন্ডিশনে খেলবে, কিন্তু ভারত এই কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত থাকবে। ফলে তাদের জন্য এটি সুবিধাজনক হলেও, একইসঙ্গে তাদের ওপর বাড়তি চাপও থাকবে, কারণ তারা এই সুবিধা পুরোপুরি কাজে লাগানোর প্রত্যাশায় থাকবে।’
আরও পড়ুন … CT 2025: সচিন প্রশংসা করেছেন! আপ্লুত ইংরেজদের ছুটি করে দেওয়া জাদরান, ‘আপনার কথায়….’
ভারতের জন্য ‘হাইব্রিড মডেল’ সুবিধাজনক
চ্যাম্পিয়ন্স ট্রফি এবার ‘হাইব্রিড মডেলে’ অনুষ্ঠিত হচ্ছে। ভারত সরকারের অনুমতি না পাওয়ায় ভারতকে পাকিস্তানে খেলতে হয়নি এবং আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু দুবাইতে আয়োজন করা হয়েছে। পাকিস্তানও ২০২৭ সাল পর্যন্ত যে কোনও ভারতীয় আসরের জন্য একই সুবিধা পাবে।
পাকিস্তান কোচ আকিব জাভেদ অবশ্য মনে করেন, কেবলমাত্র ভারতের দুবাইতে খেলার সুবিধাই তাদের জয় এনে দেয়নি। আকিব জাভেদ বলেন, ‘হ্যাঁ, একই মাঠে বারবার খেললে সুবিধা হয়। কিন্তু আমরা শুধু এই কারণেই হারিনি, এবং ভারতও এখানে দশটা ম্যাচ খেলে ফেলেনি।’
অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের প্রতিক্রিয়া
অস্ট্রেলিয়ার অনুপস্থিত অধিনায়ক প্যাট কামিন্সও রাসি ভ্যান ডার দাসেনের সঙ্গে একমত। প্যাট কামিন্স বলেন, ‘আমি মনে করি, টুর্নামেন্ট চালিয়ে যাওয়া ভালো ব্যাপার, তবে ভারত যে সব ম্যাচ এক ভেন্যুতে খেলছে, তা তাদের জন্য বিশাল সুবিধা। তারা এমনিতেই শক্তিশালী দল, এর ওপর এই সুবিধাও তাদের জন্য বাড়তি সুবিধা এনে দেবে।’
আরও পড়ুন … CT 2025: বুধে না আসলেও ছুটির দিনে নেটে অস্ত্রে শান গিলের, চিন্তা রোহিতের চোট নিয়ে- রিপোর্ট
দক্ষিণ আফ্রিকা কোন ভেন্যু পছন্দ করবে?
যদি দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে পৌঁছে যায়, তাহলে তাদের প্রতিপক্ষ হতে পারে দুবাইতে ভারত বা লাহোরে নিউজিল্যান্ড। রাসি ভ্যান ডার দাসেন লাহোরে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তিনি বলেন, ‘যদি ব্যক্তিগতভাবে বলতে হয়, আমি লাহোরেই খেলতে চাইব। সেখানে ব্যাট করা ভালো এবং স্কোরও বেশি হয়। লজিস্টিক্যালি লাহোরে খেলা সহজ, কারণ দুবাই যেতে হলে আন্তর্জাতিক ফ্লাইট নিতে হবে এবং সম্পূর্ণ নতুন পরিবেশে খেলতে হবে।’
দক্ষিণ আফ্রিকা সব কন্ডিশনের জন্য প্রস্তুত। দক্ষিণ আফ্রিকা তিন সপ্তাহ ধরে পাকিস্তানে অবস্থান করছে এবং কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। আত্মবিশ্বাসী রাসি ভ্যান ডার দাসেন বলেন, ‘আমাদের দলে সবরকম পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার দক্ষতা আছে। ফলে আমরা যেখানে খেলব, সেখানেই নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারব।’