পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দাপুটে শতরান করার সুবাদে আইসিসি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের সেরা পাঁচে ঢুকে পড়েন বিরাট কোহলি। এবার সেমিফাইনালে অস্টꦍ্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো ৮৪ রানের ইনিংস খেলার হাতে গরম পুরস্কার পেলেন বিরাট। তিনি ব্যক্তিগত বিশ্বব়্যাঙ্কিংয়ে ফের উন্ন꧋তি করেন।
আইসিসির সদ্য প্রকাশিত ওয়ান ডে ব়্যাঙ্কিং⛦ অনুযায়ী ব্যাটারদের তালিকায় কোহলি রয়েছেন চার নম্বরে। তিনি উঠে আসেন একধাপ। অর্থাৎ, ব⭕িরাট এই মুহূর্তে বিশ্বের ৪ নম্বর ওয়ান ডে ব্যাটার। কোহলি ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেও দুই ধাপ পিছিয়ে গিয়েছেন রোহিত শর্মা। হিটম্যান আপাতত ওয়ান ডে ব্যাটারদের তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছেন।
শুভমন গিল যথারীতি ওয়ান ডে ব্যাটারদের তালিকায় এক নম্বরে রয়েছেন। অর্থাৎ, বিশ্বসেরা ওয়ান ডে ব্যাটারের তক🦋মা নিজের কাছে রেখেছেন গিল। শ্রেয়স আইয়ার ওয়ান ডে ব্যাটারদের তালিকায় ১ ধাপ উঠে এসে ৮ নম্বরে অবস্থান করছেন। লোকেশ রাহুল আগের মতোই রয়েছেন ১⛦৫ নম্বরে। হার্দিক পান্ডিয়া ৯ ধাপ উঠে ৯০ নম্বরে জায়গা করে নিয়েছেন।
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী সেরা পাঁচ ওয়ান ডে ব্যাটার
১. শুভমন গিল (ভারত)- ৭৯১ পয়েন্ট।
২. বাবর আজম (পাকিস্তান)- ৭৭০ পয়েন্ট।
৩. এনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা)- ৭৬০ পয়েন্ট।
৪. বিরাট কোহলি (ভারত)- ৭৪৭ পয়েন্ট।
৫. রোহিত শর্মা (ভারত)- ৭৪৫ পয়েন্ট।
আইসিসির ওয়ান ডে বোলারদের তালিকায় তিন ধাপ পিছিয়ে ৬ নম্বরে নেমে গিয়েছেন কুলদীপ যাদব। ৩ ধাপ উঠে ১১ নম্বরে অবস্🦩থান করছেন মহম্মদ শামি। আগের মতোই ১৩ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। ২ ধাপ পিছিয়ে ১৪ নম্বরে অবস্থান করছেন মহম্মদ সিরাজ। ৭ ধাপ উঠে যুগ্মভাবে ৪০ নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল। ১ ধাপ নেমে ৬৪ নম্বরে অবস্থান করছেন হার্দিক পান্ডিয়া। বরুণ চক্রবর্তী ১৪৩ ধাপ উঠে যুগ্মভাবে ৯৬ নম্বরে রয়েছেন।
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী সেরা পাঁচ ওয়ান ডে বোলার
১. মাহিশ থিকশানা (শ্রীলঙ্কা)- ৬৮০ পয়েন্ট।
২. কেশব মহারাজ (দক্ষিণ আফ্রিকা)- ৬৬০ পয়েন্ট।
৩. ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)- ৬৪৯ পয়েন্ট।
৪. বার্নার্ড স্কল্টজ (নমিবিয়া)- ৬৪১ পয়েন্ট।
৫. রশিদ খান (আফগানিস্তান)- ৬৫৮ পয়েন্ট।
ওয়ান ডে অল-রাউন্ডারদের তালিকার রবীন্দ্র জাদেজা নবম স্থান ধরে রেখেছেন। ১৭ ধাপ উঠে ১৩ নম্বরে অবস্থান করছেন অক্ষর প্যাটেল। ৩ ধাপ উঠে ২১ নম্বরে চলে এসেছেন হার্দিক পান্ডিয়া। মহম্মদ নবিকে সরিয়ে বিশ্বের এক ♓নম্বর ওয়ান ডে অল-🏅রাউন্ডারে পরিণত হয়েছেন আফগানিস্তানেরই আজমতউল্লাহ ওমরজাই।