এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা এবং অজিঙ্কা রাহানের মতো অভিজ্ঞরা ছিলেন দলে। সেই টিমক নেতৃত্ব দেওয়া একজন তরুণ খেলোয়াড়ের পক্ষে কতটা কঠিন এবং চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে? নিঃসন্দেহে এটি বড় কঠিন কাজ যে কোনও তরুণ অধিনায়কের পক্ষে। তবে রুতুরাজ গায়কোয়াড় ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংস স্কোয়াডের নেতৃত্ব দিয়ে অনেককেই মুগ্ধ করেছেন। 💎তাঁর মꦓধ্যে ভালো নেতা হওয়ার গুণ খুঁজে পেয়েছেন অনেক বিশেষজ্ঞই।
২০২৪ মরশুম শুরু হওয়ার ঠিক আগে সিএসকে-র অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান ধোনি। তিনি তাঁর ব্যাটন তুলে দেন রুতুরাজের হাতে।🍷 হঠাৎ ক꧅রে নেতৃত্বের দায়িত্ব পেয়েও কিন্তু ঘাবড়ে যাননি রুতুরাজ। এই প্রসঙ্গে রুতুরাজকে প্রশ্ন করা হলে, তিনি খোলামেলা ভাবেই নিজের মত ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এটি তাঁর কাছে বড় চ্যালেঞ্জ ছিল। তবে অভিজ্ঞদের থেকে তিনি পরামর্শও পেয়েছেন।
সিনিয়রদের নেতৃত্ব দেওয়াটা কতটা চ্যালেঞ্জিং?
রুতুরাজ গায়কোয়াড় অধܫিনায়কত্বের চ্যালেঞ্জ সম্পর্কে টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, ‘আমি (টুর্নামেন্টের) শুরু থেকেই ভালো অনুভব করেছি। যখনই প্রয়োজন হয়, তখনই আমি সব সতীর্থদের কাছ♐ে খুব সাহায্য পাই এবং দলের প্রয়োজনে তারা সব সময়ে আমাকে সমর্থন করে।’
তিনি যোগ করেছেন, ‘আমি বলব না, এটা খুব কঠিন কাজ ছিল। কারণ ওরা সকলেই বিষয়টি বুঝত। সব সিনিয়র খেলোয়াড়, যারা দলের অংশ ছিল, তাদের সঙ্গে কাজ করাটা দারুণ অভিজ্ঞতা। ওদের অভিজ্ঞতা সব সময়ে ম্যাജচের যে কোনও পরি🍬স্থিতিতে সাহায্য করে।’
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে জঙ্গি হ🔯ামলার হুমকি, বাড়ানো হচ্ছে🍷 নিরাপত্তা ব্যবস্থা
ধোনির থেকে শিক্ষা লাভ
এমএস ধোনি মাঠের মধ্যে যেমন শান্ত, সংযমী, যে কারণে তিনি ‘ক্যাপ্টেন কুল’ হয়ে উঠেছেন, রুতুরাজকেও একই ☂রকম ভাবে শান্ত এবং সংযমী মেজাজে মাঠে দেখা গিয়েছে। সিএসকে-এর নতুন অধিনায়ক জানিয়েছেন যে, ‘নিরপেক্ষ থ✤াকাটা’ তিনি ধোনির কাছ থেকে শিখেছেন যে কারণে জিতলেও তিনি খুব বেশি উত্তেজিত হন না বা হেরে গেলেও সেভাবে প্রতিক্রিয়া দেখান না।
আরও পড়ুন: দ্রাবিড়ের প𓆉র রোহিতদের কোচ হিসেবে গম্ভীরকেই চূড🎃়ান্ত করতে চলেছে BCCI- রিপোর্ট
রুতুরাজের দাবি, ‘নিরপেক্ষ থাকাটা এমন একটা বিষয়, যা আমি মাহি ভাইয়ের কাছ থেকে শিখেছি। কোনও কিছু নিয়ে খুব বেশি উত্তꦯেজিত না হওয়া বা কোনও কিছুর জন্য হতাশ না হওয়াটাই সঠিক পদ্ধতি, এটি আমি মাহি ভাইয়ের থেকেই শিখেছি। অধিনায়ক থাকা বা না থাকাটা ব্যাটিং করার সময়ে প্রভাব ফেলে না। কারণ তখন আমার দৃষ্টিভঙ্গি সব সময়েই একই রকম থাকে। খুব বেশি পরিবর্তন হয় না। আগে থেকে নেতা হওয়ার জন্য পরিকল্পনা করা সম্ভব নয়। তাই দলের ভালো খেলোয়াড় হওয়া এবং দলকে সবার আগে রাখাটাই দরকার।’