চেন্নাই সুপার কিংসের পর এবার দ্বিতীয় দল হিসেবে আইপিএল ২০২৫ থেকে ছিটকে গেল রাজস্থান রয়্যালসও। বৃহস্পতিবার (১ মে) তারা মুম্বই ইন্ডিয়ান্সের কাছে বাজে ভাবে হেরে বসে। এই নিয়ে ১১টি ম্যাচের মধ্যে ৮টিতেই হারল রাজস্থান রয়্যালস। আর নিজেদের হারের এই খেসারত তাদের🍌 কপাল পুড়িয়েই দিতে হল। ১০ দলের এই টুর্নামেন্টে আপাতত ৮টি দল প্লে-অফের লড়াইয়ে থাকল।
এদিকে আইপিএলের শুরুটা অত্যন্ত যাচ্ছেতাই ভাবে করেছিল হার্দিক পান্ডিয়ার মুম্বই। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে তারা হেরেছিলো চারটিতেই। কিন্তু এর পরেই দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। শেষ ছয় ম্যাচের মধ্যে এই নিয়ে জিতল ছয়টিতেই। আর এদিন রাজস্থানকে ১০০ রানে হারিয়ে বিশাল জয় পেল মুম্বইয়ের দল। সেই সঙ্গে তারা 💙আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের মগডালে চড়ে বসল।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর থেকে এক ম্যাচ বেশি খেলে, তাদের সমান ১৪ পয়েন্ট এখন মুম্বই ইন্ডিয়ান্সের। তবে রানরেটে হার্দিক পান্ডিয়ারা অনেকটাই এগিয়ে রয়েছে। স্বভাবতই শীর্ষস্থান হারিয়ে দুইয়ে নেমে গেল আরসিবি। তিনে নামল পঞ্জাব কিংস। 💖এর বাইরে এদিনের ম্যাচের পর পয়েন্ট টেবলে বাকি দলের অবস্থানের অবশ্য কোনও পরিবর্তন হয়নি।
আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের সর্বশেষ আপডেট:
১)𒆙 মুম্বই ইন্ডඣিয়ান্স- ১১ ম্যাচে ৭টি জয়, ৪টি হার, ১৪ পয়েন্ট (নেট রানরেট +১.২৭৪)
২) ꦐরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১০ ম্যাচে ৭টি জয়, ৩টি হার, ১৪ পয়েন্ট (নেট রানরেট +০🅠.৫২১)
৩) পঞ্জাব🍌 কিংস- ১০ ম্যাচে ৬টি জয়, ৩টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৩ পয়♏েন্ট (নেট রানরেট +০.১৯৯)
৪) গুজরাট টাইটান্স- ৯ ম্যাচে ৬টি জয়, ৩টি হার, ১২ পয়েন্ট (নেট রানরেট +০.৭৪🐽৮)
৫𒈔) দিল্লি ক্যাপিটালস- ১০ ম্যাচে ৬টি জয়, ৪টি হার, ১২ পয়েন্ট (নেট রানরেট +০.৩৬২)
৬) লখনউ সুপার জায়ান্টস- ১০ ম্যা🌞চে ৫টি জয়, ৫টি হার, ১০ পয়েন্ট (নেট রানরেট -০.৩২৫)
৭) কলকাতা নাইট রাইডার্স- ১০ ম্যাচে ৪টি জয়, ৫টি ꧙হার, র💮েজাল্ট হয়নি ১ ম্যাচে, ৯ পয়েন্ট (নেট রানরেট +০.২৭১)
আরও পড়ুন: সত্যিই প্রেমের জোয়ারে ভা෴সছেন শিখর ধাওয়ান, নেটপাড়ায় ভালোবাসার কথা স্বীকার করলেন তাঁর আইরিশ বান্ধবী
৮) রাজস✨্থান রয়্যালস- ১১ ম্যাচে ৩টি জয়, ৮টি হার, ৬ পয়েন্ট (নেট রা💃নরেট -০.৭৮০)
৯) সানরাইজার্স হায়দরাবাদ- ৯ ম্যাচে ৩টি জয়, ৬ট๊ি হার, ৬ পয়েন্ট (নেট রান🎉রেট -১.১০৩)
১০) চেন্নাই সুপার কিংস- ১🌄০ ম্যাচে ২💞টি জয়, ৮টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -১.২১১)