ভারতীয় দলের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি সোমবার উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। সম্প্রতি ভা𒊎রতের আসন্ন ইংল্যান্ড সফরে মহম্মদ শামির অংশগ্রহণ তাঁর ধারাবাহিক স্পেল বল করার সক্ষমতার উপর নির্ভর করছে। নানা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এবং কিছু রিপোর্টে মহম্মদ শামির অবসর নেওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে। পরে অবশ্য সেই বিষয়ে নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান মহম্মদ শামি।
টিম ইন্ডিয়া ও সানরাইজার্স হায়দরাবাদের পেসার মহম্মদ শামি ১৯ মে (সোমবার) লখনউতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের আগে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যায়, শামি রাজনীতিবিদে💫র কাছ থেকে কয়েকটি উপহার গ্রহণ করছেন।
দেখুন সেই ভিডিয়ো
মহম্মদ শামি একটি নিবন্ধের স্ক্রিনশট ইনস্টাগ্রামে শেয়ার কর🍎ে কড়া বার্তা দিয়ে লেখেন, ‘খুব ভালো করেছ। এবার দিন গোনা শুরু কর, 🍌কবে তোমার চাকরি চলে যাবে, তারপর আমাদেরটা দেখো। তোমাদের মতো লোকেরা আমাদের ভবিষ্যৎ নষ্ট করেছে। ভালো কথা বলার চেষ্টা করো কখনও কখনও। আজকের সবচেয়ে বাজে প্রতিবেদন, দুঃখিত।’
আইপিএল ২০২৫ মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) হয়ে শামির পারফরম্যান্স ভালো ছিল না। নয়টি ম্যাচে মাত্র ছয়টি উইকেট পেয়েছেন তিনি, গড় ৫৬.১৬ রান। যার ফলে খা💖রাপ ফর্মের কারণে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়।
আরও পড়ুন … দল পরিꦿচালনাও ভালোভাবে করছেন গিল… প্রাক্তনীর গಌলায় শুভমনের GT-র নেতৃত্বের প্রশংসা
২০২৩ সালে অ🍒স্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর থেকে শামি ভারতের হয়ে টেস্টে বল করেননি। ওডিআই বিশ্বকাপের পরে একটি দীর্ঘ চোটের জন্য তিনি বাইরে ছিলেন। পরে তিনি ঘরোয়া ক্রিকেটে ফিরে আসেন এবং বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে অংশ নেন। অভিজ্ঞতার জোরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে একটি সফল প🎃ারফরম্যান্স দেন, যেখানে তিনি সাতটি উইকেট নেন।
আরও পড়ুন … ধোনির এক✅টা বাস্তব ফ্যানবেস আছে, বাকিরা তো টাকা দꦕিয়ে ফ্যান তৈরি করে- ভাজ্জির বিতর্কিত মন্তব্য
অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির সময় তাঁর ফেরার খবরের গুজব ছড়ালেও, সিরিজ শেষ হয়ে গেলেও তাঁর দেখা মেলেনি। ৩৪ বছর বয়সি মহ♏ম্মদ শামি ২০২৫ সালে ভারতের হয়ে বিভিন্ন ফরম্যাটে নতুন বলে বোলিং করেছেন। তিনি ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতাতে অ💎বদান রেখেছেন এবং আইপিএলের ১৮তম আসরে সানরাইজার্স হায়দরাবাদের প্রতিনিধিত্ব করেছেন।
তবে, রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ড সফরে তাঁর সুযোগ পাওয়া নির্ভর করবে টেস্ট ফরম্যাটের চাহিদা সামলানোর তাঁর ক্ষমতার উপর। সিরিজটি শুরু হবে ২০ জু♒ন থেকে। কিছু রিপোর্টে এমনকি বলা হয়েছে, রোহিত শꦡর্মা ও বিরাট কোহলির মতো তিনিও টেস্ট থেকে অবসরের কথা ভাবছেন।
মহম্মদ শামি ভারতের হয়ে ৬৪টি টেস্ট খেলেছেন এবং ২৭.১ গড়ে ২২৯টি উইকেট নিয়েছেন। তাঁর ঝুলিতে আছে ছয়টি পাঁচ উইকেট শিকার। বিরাট ও রোহিতের অবসরের পর ভারতের অভিজ্ঞতার অভাব দেখা দিয়েছে। ভারতের শেষ অস্ট্রেলিয়া সফরের সময় দেশসেরা অফ-স্পিনার রবিচন্দ্রন👍 অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তবে কিছু রিপোর্টের মতে শামিকে ইংল্যান্ড সফরের পাঁচটি টেস্টের জন্য দলে নেওয়ার সম্ভাবনা প্রবল।