ভারতীয় ক্রিকেট দলের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। BCCI ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে শুভমন গিল-কে ভারতের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে নিয়োগ করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর ভারতের টেস্ট দলের ভার নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হল। রোহিত ছিলেন আগের টেস্ট অধিনায়ক। এদিকে, ঋষভ পন্ত-কে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। অপরদিকে, গুজরাট টাইটান্স-এর অপ্রতিদ্বন্দ্বী ওপেনার সাই সুদর্শন টেস্ট দলে প্রথমবার সুযোগ পেয়েছেন এবং সাত বছর পর করুণ নায়ার ফিরেছেন টেস্ট স্কোয়াডে।
এদিকে, অজিত আগরকর ও তার নির্বাচক দল অভিজ্ঞ পেসার মহম্মদ শামি-কে বাদ দিয়েছেন তার ফিটনেস সমস্যার কারণে এবং অন্তর্ভুক্ত করেছেন বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং-কে। সরফরাজ খানকেও দলে রাখা হয়নি। এবং যার বাদ যাওয়া সকলকে অবাক করেছে, সেটি হল শ্রেয়স আইয়ারকে দলে না রাখার সিদ্ধান্ত। এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সঞ্জয় মঞ্জরেকর। এই প্রাক্তনী টুইটারে (X) নির্বাচনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। ভারতীয় দলের এই সিদ্ধান্তকে ‘অদ্ভুত’ বলে মন্তব্য করেন সঞ্জয় মঞ্জরেকর।
আরও পড়ুন … ভারতে জন্য কঠিন সফর হতে চলেছে… গিলের নতুন টিম ইন্ডিয়াকে দেখে কী বললেন ইংল্যান্ডের দুই প্রাক্তনী?
সঞ্জয় মঞ্জরেকর নিজের সোশ্যাল মিডিয়াতে ভারতের টেস্ট দল নিয়ে প্রশ্ন তুলেছেন। সঞ্জয় মঞ্জরেকর লিখেছেন, ‘সামগ্রিকভাবে দল নির্বাচনটা অবাক করেছে। তবে ভারত ইংল্যান্ড সফরে যাচ্ছে হারানোর কিছু না রেখে। এটি একটি রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া দল, তাই আমরা কেবল তাদের জন্য শুভকামনা জানাতে পারি এবং হ্যাঁ, বিনিয়োগের রিটার্ন পেতে ধৈর্য ধরতেই হবে।’

আরও পড়ুন … ভারতীয় টেস্ট দলের সবচেয়ে তরুণ অধিনায়ক কে? গিল কত নম্বরে? সেরা পাঁচে কারা আছেন?
শ্রেয়স আইয়ারকে বাদ দেওয়া নিয়ে অজিত আগরকর বিস্ফোরকভাবে বলেন, বর্তমানে পঞ্জাব কিংস অধিনায়কের জন্য টেস্ট স্কোয়াডে কোনও জায়গা নেই। ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট ২০ জুন লিডসে শুরু হবে, দ্বিতীয় টেস্ট ২ জুলাই এজবাস্টনে, তৃতীয় টেস্ট ১০ জুলাই লর্ডসে, চতুর্থ টেস্ট ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে, এবং পঞ্চম ও শেষ টেস্ট ৩১ জুলাই থেকে ৪ অগস্ট পর্যন্ত লন্ডনের ওভালে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন … যশস্বীর সঙ্গে ওপেন করবেন রাহুল! কেমন হতে পারে ENG vs IND সিরিজের প্রথম টেস্টের সম্ভাব্য একাদশ?
রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পর স্পিন বিভাগেও এসেছে নতুন চেহারা। তিন জনের স্পিন ইউনিটে একমাত্র অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাডেজা। তার সঙ্গে দলে আছেন ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব। সুন্দরকে দলে নেওয়া ব্যাটিং গভীরতা বৃদ্ধিতেও সহায়তা করবে।