বুধবার লাহোরে আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দলের বিপর্যয় আটকাতে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস। ক্র্যাম্পের কারণে স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যেতে হয়েছিল, অথচ সেই প্লেয়ারই অসাধারণ প্রত্যাবর্তন করে সকলকে চমকে দিলেন। দল উইকেট হারাতে থাকলে, সেই হেইলি ম্যাথিউস আবার মাঠে নেমে তাঁর নবম ওয়ানডে সেঞ্চুরি পূরণ করেন। যদিও শতরান করে নিজে অপরাজিত থাকলেও, দলের বাকিরা তাঁকে সঙ্গত করতে পারেনি। স্বভাবতই স্কটল্যান্ডের বিরুদ্ধে হারের কবলে পড়তে হয় ওয়েস্ট ইন্ডিজকে।
ঘটনাটি ঠিক কী?
বুধবার মহিলা বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে স্কটল্যান্ডের মেয়েদের বিরুদ্ধে ২৪৫ রানের লক্ষ্যে রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ১২০ রানে ২ উইকেট পড়ে যায়। সেখান থেকে তারা ২০৩ রানের মধ্যে নয় উইকেট হারিয়ে বসে থাকে। মাত্র ৮৩ রানের মধ্যে পড়ে যায় ৭ উইকেট। তার আগে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন হেইলি ম্যাথিউস। কিন্তু দলের এই বিপর্যয়ের সময়ে তিনি ফের মাঠে ফেরেন। হাল ধরার চেষ্টা করেন। কিন্তু উল্টোদিকে কোনও ব্যাকআপ পাননি।
উইন্ডিজ ওপেনার ম্যাথিউস নিজের ৯৫ এবং ৯৯ রানে থাকাকালীন ক্র্যাম্পের জেরে তীব্র যন্ত্রণা অনুভব করেন। এবং দু'বার রিটায়ার হার্ট হন। এর পর ৪১.৩ ওভারের সময়ে সমস্যা বেশি বাড়ায় স্ট্রেচারে করে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছিল হেইলি ম্যাথিউসকে। তবে পরের বলেই ১১ নম্বর ব্যাটসম্যান করিশ্মা রামহার্যাক গোল্ডেন ডাকে আউট হয়ে গেলে, ইনিংসে চতুর্থ বারের মতো ক্রিজে ফিরে ম্যাথিউস মাত্র ১০১ বলের মধ্যে তাঁর নবম ওয়ানডে সেঞ্চুরিটি পূরণ করেন। যদিও ওয়েস্টইন্ডিজ শেষ পর্যন্ত ম্যাচটি তিনি জেতাতে পারেননি
এরপর দশম উইকেটে আলিয়া অ্যালিনের সঙ্গে ৩০ রানের জুটি গড়েন ম্যাথিউস। তবে, ৪৭তম ওভারে স্পিনার আবতাহা মাকসুদের বলে অ্যালিন এলবিডব্লিউ হয়ে যান। এর ফলে ২৩৩ রানে গুঁড়িয়ে যায় ক্যারিবিয়াব ব্রিগেড। ১১ রানের রোমাঞ্চকর জয় পায় স্কটিশরা। এই জয়টি স্কটল্যান্ডের কাছে নিঃসন্দেহে বিশাল জয়। এদিকে ম্যাথিউস ১১৩ বলে ১১৪ করে অপরাজিত থাকেন। ১৪টি চার রয়েছে তাঁর ইনিংসে।
একাধিক রেকর্ড ম্যাথিউসের
প্রসঙ্গত, এদিন স্কটল্যান্ডের ইনিংস চালকালীন ম্যাথিউস চার উইকেটও তুলে নিয়েছিলেন। এর ফলে একদিনের আন্তর্জাতিকে সেঞ্চুরি এবং চার উইকেট নেওয়া চতুর্থ মহিলা ক্রিকেটার হয়েছেন। তবে ম্যাথিউসই প্রথম মহিলা অধিনায়ক, যিনি ওয়ানডে-তে এই বিস্ময়কর কাজটি করেছেন।
ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার মহিলাদের ওয়ানডে-তে ন'টি সেঞ্চুরি করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ (২৭ বছর ১১১ দিন) এবং দ্বিতীয় দ্রুততম (৮৮ ইনিংস) ব্যাটার হয়েছেন। উভয় ক্ষেত্রেই তিনি অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংয়ের পিছনে রয়েছেন।