পুরভোটকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভা। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকেই বহরমপুর পৌরসভা উতপ্ত হয়েছে । কংগ্রেস প্রার্থী বাড়িতে গুলি চলার পর এবার কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বহরমপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী স্বপন কর্মকারের বাড়িতে হামলা চালানো এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধেই এই অভিযোগের আঙুল তুলেছেন কংগ্রেস প্রার্থী। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন কংগ্রেস প্রার্থী। স্বপনবাবুর অভিযোগ, 'আমি রাতে খাওয়া-দাওয়া করার পর পেপার পড়ছিলাম। সেই সময় কিছু দুষ্কৃতী বাইরে থেকে চিৎকার চেঁচামেচি করে আমাকে ডাকার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা মারছিল। বেরিয়ে এসে দেখি ঘরের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের ভিতরে যাওয়ার আরও কিছুক্ষণ পর একইভাবে দুষ্কৃতীরা ফের আমাকে চিৎকার চেঁচামেচি করে ডাকাডাকি করে গালিগালাজ করতে শুরু করে। এ ঘটনার পর আমি পুলিশকে খবর দিয়। পরে পুলিশ আসলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়।'ভোটের আগে এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি অভিযোগের আঙুল তুলেছেন। যদিও এ বিষয়ে কারও নাম বলতে চাননি তিনি। তবে ভোটের লড়াইয়ের ময়দানে যখন নেমে পড়েছেন তখন তিনি কোনওভাবেই আর পিছপা হবেন না বলে সংবাদমাধ্যমের সামনে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে, ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব দাস এই অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছেন। তিনি বলেন, 'বিরোধীরা অনেক কথা বলবেই। তাদের কাজই হল মানুষকে বিভ্রান্ত করা। তিনি মিথ্যা কথা বলছেন। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।'