লোকসভা নির্বাচনের প্রচারে নানা কথা উঠে আসছে। আর তাতে একদিকে যেমন বিতর্ক তৈরি হচ্ছে অপরদিকে বেফাঁস মন্তব্য ভাইরাল হয়ে যাচ্ছে। রাজ্য–রাজনীতিতে এগুলিই এখন মুচমুচে চর্চার বিষয় হয়ে উঠেছে। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যেমন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা তুলে বিতর্ক তৈরি করেছেন তেমন মুখ্যমন্ত্রীকে ‘মদশ্রী’ বলে চর্চায় এসেছেন। খগেন মুর্মু মিথ্যে অভিযোগ তুলে চাপে পড়েছেন। সেখানে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সুতরাং টানটান উত্তেজনা রয়েছে এই কেন্দ্র নিয়ে। এই কেন্দ্র এখন নজরকাড়া হয়ে উঠছে। সেখানেই বেফাঁস মন্তব্যে অস্বস্তি তৈরি হয়েছে বিজেপি প্রার্থীর।
এদিকে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভা চলছিল। সেখানে এক বিজেপি নেতা বলে ওঠেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব। শপথ করছি।’ এই মন্তব্যই মুচমুচে আলোচনার জায়গায় পৌঁছে গিয়েছে। এমনকী ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। যা নিয়ে এখন হাসাহাসি করছে তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে বলেছেন বিজেপির সাংগঠনিক জেলার পদাধিকারী। নাম চন্দন মণ্ডল। সুতরাং এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক পদে থাকা চন্দন মণ্ডল মুখ ফসকে হারানোর কথা বলে ফেলেন। যদিও সঙ্গে সঙ্গেই আবার সেই ভুল শুধরে নিয়ে ওই বিজেপি নেতা বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি ভোটে জেতাব।’
আরও পড়ুন: ‘পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন
অন্যদিকে এমন মন্তব্য শুধরে নিলেও যেটা ছড়িয়ে পড়েছে সেটা মোছা যায়নি। বরং এই নিয়ে এলাকার চায়ের দোকানে জোর চর্চা শুরু হয়েছে। কারণ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপি তমলুক থেকে প্রার্থী করে জোরদার প্রচারে নেমে পড়েছে। পাল্টা তৃণমূল কংগ্রেসও দুরন্ত গতিতে প্রচার করছে। সেখানে এটা একটা ধাক্কা বলে মনে করা হচ্ছে। এই অস্বস্তি কাটিয়ে প্রচারে ফেরা সেটাও চাপের। আজ, শুক্রবার ময়নার নানা এলাকায় প্রচার কর্মসূচি চালান বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক চন্দন মণ্ডল। আজ ময়নার গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পায়রাচক গ্রামে একটি কর্মসূচি ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। যদিও তখন বিজেপি প্রার্থী সেখানে পৌঁছননি। এমন অবস্থায় বক্তব্য রাখছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক চন্দন মণ্ডল।