নিজের বোন নেই, পাতানো বোনই প্রত্যেকবার ভাইফোঁটা দেন অভিনেতা জিতু কমলকে। এবারও তার অন্যথা হল না। অভিনেতা জিতু কমলের বাড়িতেই হল ভাই ফোঁটার অনুষ্ঠান। ফোঁটা দিলেন তাঁর অভিনেত্রী বোন শোভনা ভুনিয়া। তবে আরজি কর আবহে এবার আর বেশি জাঁকজমক করে নয়, নেহাতই ছিমছামভাবেই ভাইফোঁটা সারলেন জিতু।
ভাইফোঁটা নিয়ে Hindustan Times Bangla-র তরফে অভিনেতা জিতু কমলের সঙ্গে যোগাযোগ করা হলেন, তিনি জানান, ‘ আরজি আবহে এবার আমি কোনও উৎসব অনুষ্ঠান নিয়েই সংবাদমাধ্যমকে কিছু বলছি না, বলতেও চাইছি না। তাই ভাইফোঁটা নিয়েও কথা বলতে চাইছি না।’ তবে অভিনেতার নিজের কোনও বোন নেই, অভিনেত্রী শোভনা ভুনিয়া-ই বহু বছর ধরে জিতু কমলকে ভাইফোঁটা দেন। ৩ নভেম্বর ভাইফোঁটার ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছেন জিতু। ক্যাপশানে শুধুই লিখেছেন, ‘ভাতৃদ্বিতীয়া’। নিজের এই পোস্টটি শোভনাকে ট্যাগও করেছেন জিতু কমল।
আরও পড়ুন-ড্রয়িংরুমে ঢুকে পড়ল চিতাবাঘ! ‘কোন গোপনে মন ভেসেছে’র প্রোমোতে হাসির রোল, নেটপাড়া বলছে…
আরও পড়ুন-ছেলে ওশ থাকে মায়ের কাছেই, কাঞ্চন আবারও বাবা হয়েছেন শুনেই কী বললেন প্রাক্তন পিঙ্কি?