ভারতীয় হিন্দি ছবির জগতে অন্যতম হিট পরিচালক অভিনেতা জুটি হল অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন। তাঁরা এর আগে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। গরম মশলা, হেরা ফেরি, ভুলভুলাইয়া, ইত্যাদির ☂মতো একাধিক কমেডি ঘরানার হিট ছবি দিয়েছে এই পরিচালক অভিনেতা জুটি। তাঁরা শেষবার ২০১০ সালে একসঙ্গে কাজ করেছিলেন। তাঁদের জুটির শেষ ছবি ছিল খাট্টা মিঠা। এরপর মাঝে ১৪ বছর কে🌞টে গিয়েছে। এবার আবার তাঁরা একত্রিত হচ্ছেন নতুন একটি ছবি জন্য। এমনটাই জানানো হয়েছে সূত্রের তরফে।
ফের একসঙ্গে কাজ করবেন অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন
বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়দর্শন নিশ্চিত করেছেন এই ছবির বিষয়ে। তিনি জানিয়েছেন তিনি এবং অক্ষয় কুমার দীর্ঘদিন একসঙ্গে কাজ করে𒁃ননি। তাঁরা একাধিক প্রজেক্টের বিষয়ে এর আগে কথা বলেছেন। কিন্তু কাজ হয়ে ওঠেনি। এবার তাঁরা নতুন প্রজেক্টে একসঙ্গে কাজ করতে চলেছেন আবার।
এই পরিচালক একই সঙ্গে আভাস দিয়েছেন যে তাঁদের এই আগামী কাজ কেমন হবে সেই বিষয়ে। তিনি জানিয়েছেন তাঁর কোনও 🍸সিরিয়াস ছবি বক্স অফিসে চলেনি, সে তেজ, খাট্টা মিঠা, রঙ্গরেজ যাই হোক না কেন। তাই তাঁর এবং অক্ষয় কুমারের 🔯আগামী ছবি যে কমেডি ছবিই হবে সেটা নিশ্চিত। এটা একটি কমিক ফ্যান্টাসি জ্যঁরের ছবি হবে।
ছবিটির প্রযোজনা করবে একতা আর কা💝পুর। এর আগে অক্ষয়ের ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই দুবারা ছবির প্রযোজনা করেছিলেন একতা। এই ছবিটি ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই ছবির সিক্যুয়েল। সেখানে অজয় দেবগন এবং ইমরান হাশমি ছিলেন।
জানা গিয়েছে অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন জুটির এই ছবিটি সব ঠিক থাকলে সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হবে। ফলে বোঝাই যাচ্ছে এই বছরটাও প্যাডম্যানের জন্য বেশ ব্যস্ত একটি বছর হবে। কাজে কাজেই কাটবে তাঁর সময়। কারণ এই বছর তাঁর বড়♎ে মিয়া ছোটে মিয়া, স্কাইফোর্স সহ একাধিক ছবি আসবে। এছাড়া করণ জোহরের সঙ্গে একটি ছবিতেও কাজ করছেন তিনি। তাছাড়া ওয়েলকাম টু দ্য জঙ্গল তো আছেই।