গত মাসে যখন অ্যানিম্যাল ছবিটি মুক্তি পেয়েছিল তখনই এই ছবির গান জামাল কুদু সকলের নজর কাড়ে। আব্রার এন্ট্রির এই গানটি সোশ্যাল মিডিয়া রীতিমত মাতিয়ে তুলেছিল। রিল, ভিডিয়ো, মিমে ভরে গিয়েছিল নেট মাধ্যম। এবার প্রকাশ্যে এল এই গানটি নতুন একটি ভার্সন। সেতারে এই গানটি বাজিয়ে সকলকে তাক লাগিয়ে দেন ঋষব রিখিরাম শর্মা। তিনি পেশায় সঙ্গীত প্রডিউসার এবং সেতার বাদক। তিনি হামেশাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজানোর ভিডিয়ো পোস্ট করে থাকেন। এবার তাঁকে জামাল কুদু বাজাতে দেখা⛦ গেল সেতারে।
সেতারে জামাল কুদু!
এদিন ঋষব রিখিরাম শর্মা জামাল কুদু গানটির এই নতুন ভার্সন পোস্ট করে সেটার ক্যাপশনে লেখেন, 'ছোটবেলা থেকেই আমি দুই ধরনের মিউজিক্যাল পথের মধ্যে দিয়ে গিয়েছি। একদিকে সেতার শিখেছি, অন্যদিকে নিজেকে নিউজিক প্রোডাকশন শিখিয়েছি। এখন পালা এই দুটোকে একসঙ্♛গে মিলিয়ে 𓆉একটা নতুন কিছু তৈরি করার।'
আরও পড়ুন: অঙ্কিতার সঙ্গে বিয়ে হোক চাননি ভিকির মা! বললেন, 'ও সুশান্তে🅷র নাম করে খাল꧒ি সহানুভূতি পাওয়ার জন্য'
আরও পড়ুন: স্বস্তিকাকে চালচিত্রে বেঁধে বরণ করা হচ্ছে! বিজয়ার পরের ট্রেলার♋ඣ জুড়ে কেবলই রহস্যের হাতছানি
ভিডিয়োতে তাঁকে একটি সেতার বাজাতে দেখা যাচ্ছে যেখানে তিনি জামাল কুদু গানটির রিমিক্স ভার্সন বাজাচ্ছেন। কিছুদিন আগেই তিনি এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। বর্তমানে এটির ভিউজ এক লাখের বেশি হয়ে গিয়েছে। বহু ম🌄ানুষ এখানে কমেন্ট করেছেন। শেয়ারও হয়েছে একাধিকবার এই ভিডিয়োটি।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'কী🏅 ভীষণ ভালো, আমার এটা চাই।' আরেকজন লেখেন, 'মাই গড! গানটির গুনগত মান যেন আরও বেড়ে গেল।' তৃতীয় ব্যক্তির মতে, 'আপনি এত ভালো গিটার বাজান যে আমি চুপচাপ সারাদিন আপনার সেতার শুনে যে🌼তে পারি।'
আরও পড়ুন: লুঙ্গি পরেই তুমুল নাচ নূপুরের, আমির কন্যা ইরাকে পাশে নিয়ে শাহরুখের স💫ুপারহিট গানে দিলেন ঠুমকা
অ্যানিম্যাল প্রসঙ্গে
অ্যানিম্যাল ছবিটি ২০২৩ সালের ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। এই ছবিটি মুক্তি পাওয়ার পর এটি একদিকে যেমন বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করতে শুরু করে তেমনই অন্যদিকে একাধিক বিতর্ক ꧃উসকে দেয়। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এই ছবিটিতে মুখ্য ভূཧমিকায় দেখা গিয়েছে রণবীর কাপুর, রশ্মিকা মন্দানাকে। এছাড়া আছেন অনিল কাপুর, তৃপ্তি দিমরি, ববি দেওল, প্রমুখ।