‘ইন্ডিয়ান আইডল’ শেষ হলেও, অরুণিতা-পবনদীপকে নিয়ে মাতামাতি শেষ হয়নি। বরং বলা চলে শো-র ༒ইতিহাসে কোনও প্রতিযোগীকে নিয়ে চর্চা চলছে বছরভর ধরে। ইন্ডিয়ান আইডল চলাকালীনই খবরে আসেন তাঁরা। প্রেমের গল্প ছড়িয়ে পড়ে গোটা দেশে। তবে শুধু নিজেদের সম♐্পর্কের জেরে নয়, বরং নিজেদের পারফরমেন্স দিয়েও খবরে জায়গা করে নিয়েছেন ‘অরুদীপ’।
কানাডা, ইউকে, ইজরায়েলে লাইভ শো করে ফেলেছেন অরুণিতা-পবনদীপ এর আগেই। এবার তাঁরা রয়েছেন ইউএসে-তে। আমেরিকায় তাঁদের লাইভ শো-র কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে কিছু ফ্যানপেজ। তার মধ্যে একটা ভিডিয়োতে দেখা যাচ্ছে স্টেজে পিয়ানো বাজাচ্ছে পবন, আর পা🌃শে গান গাইছে অরুণিতা। তাও আবার বলিউডের বিখ্যাত গান ‘পহেলা নশা’!
অরুণিতা-পবনদীপের সাথে এই ট্রিপে অংশ হয়েছেন সায়লি কাম্বলে আর মহম♏্মদ দানিশও। সায়লিও হলিউডের বিখ্যাত স্পট থেকেও🐼 বেশ কিছু ছবি শেয়ার করেছেন। দানিশের রিলসেও দেখা গিয়েছে অরুণিতাকে। যাকে বলে চুটিয়ে উপভোগ করছেন বাংলার এই কন্যে।
অরুণিতা তাঁর আর পবনদীপের একসাথে 🦹পারফর্ম করার ছবিও পোস্ট করেছেন। আর ক্যাপশনে সব্বাইকে চমকে দিয়েছেন। ‘জো ওয়াদা কিয়া ও নিভানা পড়েগা’র কয়েককলি ক্যাপশনে দিয়ে লিখেছেন,🌄 ‘আমি তো গানের কথা বলছিলাম, আপনারা কী ভাবলেন’! অর পবনদীপের সাথে এমন ছবি দিয়ে এসব ক্যাপশন দিলে সকলে দুয়ে দুয়ো চার তো করবেই!
বনগাঁয় বাড়ি অরুণিতার। ‘ইন্ডিয়ান আইডল’-এ অংশ নেওয়ার আগ🎃েও বেশ কয়েকটি রিয়েলিটি শো-তে দেখা গিয়েছিল তাঁকে। তবে রাতারাতি জনপ্রিয়তা পান ইন্ডিয়ান আইডলের হাত ধরেই। এমনকী, শো-র বিজেতা না হওয়ায় মন খারাপ হয়েছিল অনেকেরই। দ্বিতীয় স্থানে আসেন তিনি। প্রথম হয়ে ‘ইন্ডিয়ান আইডল ১২’র ট্রফি জিতে নেন উত্তরাখণ্ডের পবনদীপ রাজন।