দেখতে দেখতে ইরফান খানের না থাকার পাঁচ বছর হয়ে গেল। বাবার মৃত্যু দিনে তাঁর জন্য খোলা চিঠি লিখলেন বাবিল। জানালেন তাঁর বাবা একজন যোদ্ধা ছিܫলেন। আর কী কী লিখলেন ইরফানকে নিয়ে?
আরও পড়ুন: একরত্তি রাহাকে ফেলে রাতের পর রাত বাইরে কাটাচ্ছেন ಌরণবীর-আলিয়া! কেন?
ইরফান খানকে নিয়ে কী লিখলেন বাবিল?
এদিন সোশ্যাল মিডিয়ায় বাবাকে নিয়ে খোলা চিঠিতে বাবিল খান লেখেন, 'বাবা এই পৃথিবীতে এসেছে, স্রোতের বিপরীতে সাঁতার কেটেছে, যুদ্ধক্ষেত্রে গিয়েছে, লড়াই করেছে সেই সমস্ত প্রতিকূলতার সঙ্গে যা তার সামনে এসেছে। তিনি চেয়ে বা না চেয়ে একাধিক লড়াই লড়েছেন। আমার বাবা একজন যোদ্ধা 🐲ছিলেন যাঁকে টলানো যেত না, তিনি দেবদূত ছিলেন যিনি হালকা পা ফেলে বাতাসেও হাঁটতে পারতেন।'
বাবিল এদিন আরও লেখেন ইরফান খানের অভিনয় তাঁর অনুরাগ💖ীদের মনে এখনও থেকে গিয়েছে। সেই প্রসঙ্গ টেনে এদিন তিনি লেখেন, 'এমন সমস্ত পারফরমেন্স তিনি উপহার দিয়েছেন যা দর্শকদের মনে থেকে গিয়েছে। তাঁর তেমনি একটি পারফরমেন্স হল পিকু যা আবারও মুক্তি পাচ্ছে। ভালোবাসার সঙ্গে সেটা আপনাদের সামনে নিয়ে আসা হচ্ছে।'
বাবিল তাঁর একটি ছোটবেলার ছবি পোস্ট করেন যেখানে তাঁকে এবং ইরফান খান দুজনকে সানগ্লাস পরে থাকতে দেখা যাচ্ছে। ছোট্ট বাবিল বাবার কাঁধে ঝুলছে। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'তোমার সঙ্গে, তোমায় ছাড়া জীবন এগিয়ে চলে, আমার সঙ্গে, আমায় ছাড়া... মা শীঘ্রই সেখানে হবো তোমার সঙ্গে, তোমায় ছাড🌠়া নয়। আমরা🦂 দুজনে একসঙ্গে দৌড়ে বেড়াব, উড়ব, ঝর্না থেকে জল খাব। তোমাকে জাপটে ধরব শক্ত করে, আর অনেক কাঁদব। তারপর আমরা হাসব যেমনটা আমরা হাসতাম। আমি তোমায় মিস করি।'
আরও পড়ুন: রাস্তার মধ্যে বে📖ধড়ক মার স্বরলিপির মাকে, আঁচড়ে নেওয়া হল গাল! ඣএখন কেমন আছেন মা-মেয়ে? কী ঘটেছে?
প্রসঙ্গত ২০১৮ সালে ধরা পড়ে ইরফান খানের ক্যানসারের সঙ্গে 🌞লড়াই করছে। ২০২০ সালে ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন ইরফান খান। আগামী ৯ মে পুনরায় মুক্তি পাচ্ছে ইরফান খান, অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি পিকু।