Pori Moni: হাতের উপর খেলা করছে আরেক হাত, গাড়ির ভিতর…, পরীমনি বলছেন, ‘আমি আবার প্রেম করছি’, নেটপাড়া বলছে, ‘এ্যাঁ!’
2 মিনিটে পড়ুন Updated: 18 Nov 2024, 07:42 PM IST-
পরীমনির পোস্ট পরীমনির এই পোস্টের নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে যায়। এক নেটিজেন এমন খবর আঁতকে উঠে লেখেন, ‘এ্যাঁ!’ কেউ লেখেন, ‘আল্লা আপনার নতুন প্রেমকে রক্ষা করুন।’ কারোর মন্তব্য, 'দীর্ঘ বিরতির পর, শুভেচ্ছা রইল’। এছাড়াও আরও নানান মন্তব্য উঠে এসেছে। কিন্তু কে এই নতুন প্রেমিক, তাঁর কথা অবশ্য প্রকাশ্যে আনেননি নায়িকা। যদিও কেউ কেউ বিস্ময়ে দাবি করছেন, দুটি হাতই তো নায়িকার নিজেরই! যদিও সেটাও স্পষ্ট নয়।
আরও পড়ুন-সারারাত জেগে থাকছে মেয়ে কৃষভি, তাই দিনের বেলায় সুযোগ বুঝে…কী বললেন শ্রীময়ী?