সানি দেওলের হবু বউমার আরও এক বাঙালি কানেকশন আছে। এই দৃশা হলেন বাংলার পরিচালক অনীক দত্তর ভাগ্নী। করণ দেওল ও দৃশা আচার্যের রেজিস্ট্রি এবং রোকা অনুষ্ঠানের ছবি উঠে এসেছে অনীক দত্তের ফেসবুকের পাতাতেও। সেখানেই অন্যান্য অতিথিদের মাঝে বসে থাকতে দেখা গিয়েছে অনীক দত্তকেও।
সানি দেওলের ছেলের বিয়েতে অনীক দত্ত
১৬ জুন বাঙালি পাত্রী দৃশা আচার্যের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন সানি দেওল পুত্র করণ। ধর্মেন্দ্রর নাতি, সানি দেওলের ছেলে বলে কথা, তাই বিয়েটা ঘটা করে হবে বৈকি! তবে পাত্রীও নেহাত সাধারণ নন। অনেকেই হয়ত জানেন না, দৃশা হলেন খ্যতনামা ফিল্ম পরিচালক বিমল রায়ের প্রপৌত্রী।
হ্যাঁ, ঠিকই শুনছেন, তাহলে দৃশার পরিচয় একটু বিশদেই দেওয়া যাক। খ্যতনামা বাঙালি পরিচালক বিমল রায়ের নাতনি চিম্মু ভট্টাচার্যের মেয়ে হলেন দৃশা। অর্থাৎ দৃশার মা চিম্মু হলেন বিমল রায়ের মেয়ে রিঙ্কির মেয়ে। তবে শুধু তাই নয়, সানি দেওলের হবু বউমার আরও এক বাঙালি কানেকশন আছে। এই দৃশা হলেন বাংলার পরিচালক অনীক দত্তর ভাগ্নী। করণ দেওল ও দৃশা আচার্যের রেজিস্ট্রি এবং রোকা অনুষ্ঠানের ছবি উঠে এসেছে অনীক দত্তের ফেসবুকের পাতাতেও। সেখানে হবু দম্পতির কেক কাটিং অনুষ্ঠানের বেশকিছু ছবি পোস্ট করেছেন 'ভূতের ভবিষ্যৎ'-এর পরিচালক। সেখানেই অন্যান্য অতিথিদের মাঝে বসে থাকতে দেখা গিয়েছে অনীক দত্তকেও।