এসে গেল ২০২৩-এর প্রথম টিআরপি তালিকা। ধারাবাহিকগুলোর পরীক্ষার খাতা বললেও যদিও ভুল হয় না। আর এবারের টিআরপি তালিকার বড় চমক নিসন্দেহে অনুরাগের ছোঁয়া। দুই-তিন নম্বরে পাকাপাকি জায়গা করেছিলেন মাসখানেক ধরেই। তবে এবার চলে গেল সোজা টপে। সূর্য-দীপা মুখোমুখি হতেই চড়চড় করে বাড়ছে দর্শক। তবে ভাববেন না ঝিমিয়ে পড়েছে জগদ্ধাত্রী। দু নম্বরেই আছে। নম্বূরের ফারাক .৪-এর। তিনে বরাবরের মতো নিজের জায়গা ধরে রেখেছে গৌরী এলো। ৪ জানুয়ারি ২ বছরে পা রাখল মিঠাই। আর তারপরের দিন বড় সুখবরটা। নন প্রাইম টাইমে গিয়েও মিঠাই ম্যাজিক অব্যাহত। বলা ভালো গো হারা হারাচ্ছে নবাব নন্দিনীকে। ৭.০ টিআরপি পেয়ে তাই ধরে রেখেছে ৮ নম্বর পজিশন। বিকেলের স্লট থেকে এত ভালো ফল সত্যিই আশা করা যায় না। নতুনদের মধ্যে পঞ্চমী আর বাংলা মিডিয়াম রয়েছে নম্বর পাঁচে। আর নিম ফুলের মধু ৬ নম্বরে। যেরকম হাইপ নিয়ে ধারাবাহিকগুলো শুরু হয়েছিল সেরকম কিন্ত চলছে না। বলা ভালো, পুরনোদের সঙ্গে পেরে ওঠাই দুষ্কর হয়ে পড়ছে। বিশেষ করে রাঙা বউ, সোহাগ জল, তোমার খোলা হওয়ায়-এর মতো ধারাবাহিকের। এক নজরে দেখুন সেরা দশের তালিকা-প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৯)দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৫)তৃতীয়- গৌরী এলো (৮.১)চতুর্থ- খেলনা বাড়ি (৭.৯)পঞ্চম- পঞ্চমী/ বাংলা মিডিয়াম (৭.৭)ষষ্ঠ- নিম ফুলের মধু (৭.৪)সপ্তম- গাঁটছড়া/ আলতা ফড়িং (৭.১)অষ্টম- মিঠাই (৭.০)নবম- রঙা বউ (৬.১)দশম- সাহেবের চিঠি/ এক্কা দোক্কা/ হরগৌরী পাইস হোটেল (৫.৯)জি বাংলায় চলতি সপ্তাহ থেকেই শুরু হয়েছে ঋত্বিক-অরুণিমার ‘মন দিতে চাই’। আশা করা যাচ্ছে পরের সপ্তাহে টিআরপি-তে হয়তো জায়গা করে নিতে পারবে। যদিও প্রাইম চাইম পায়নি এটাও। সম্প্রচার হচ্ছে রাত সাড়ে দশটায়। অন্য দিকে, খুব জলদি স্টার জলসায় শুরু হবে ‘বালিঝড়’, মুখ্য চরিত্রে তৃণা সাহা, কৌশিক রায় ও ইন্দ্রাশিস রায়। এখনও সময় বা তারিখ কোনওটাই ঘোষণা হয়নি।