এক্স= প্রেমের ভালোবাসার মরশুম হোক বা টেক্কা ছবির তাসের ♒দেশ গানগুলো তৈরি হয়েছে যাঁর কলম দিয়ে সেই𒉰 সুব্রত ওরফে বারিশকেই এবার প্রতিবাদে সরব হতে দেখা গেল। গান লিখলেও তাঁকে দেওয়া হয়নি ক্রেডিট। আর এই ঘটনায় তাঁর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী থেকে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: 🐼'গান𒆙টা না থাকলে রবীন্দ্রনাথের সাহিত্য কতটা উঁচু হতো বলতে পারছি না', হঠাৎ কেন এমন বললেন অঞ্জন দত্ত?
কী ঘটেছে?
এদিন বারিশ হোয়াটসঅ্যাপের একটি স্ক্রিনশট পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে কেউ একজন তাঁকে লিখেছেন, 'ইউটিউব ক্রেডিটসে আছে। দেখো সবারটা যেভাবে গেছে তোমারটাও তেমন ভাবেই যাবে। কিছু আলাদা হবে না। অসুবিধা হলে শেয়ার করো না।' বোঝাই যাচ্ছে কোনও গানের ক্রেডিট নিয়ে তাঁদের কথা হচ্ছে, যদিও সেই ব্যক্তি কে সেটা প্রকাশ্যে আনেননি বারিশ। তিনিও এর জবাব দিয়েছেন। লিখেছেন, 'সমস্যাটা এটা নয় দাদা যে আমার নাম যাচ্ছে না। সমস্যাটা এটা যে লিরিসিস্টদের নাম🐻 যাচ্ছে না। ইউটিউবের একটা গান থাম্বনেলে কম্পোজার, সিঙ্গারের নাম থাকা যতটা জাস্টিফায়েড লিরিসিস্টেরও।'
এই স্ক্রিনশট পোস্ট করে বারিশ লেখেন, 'গান লেখা এমনিতেই একটা থ্যাংকলেস জব। আর ক্রেডিট চাওয়াটা তো রীতিমতো অপরাধ! গান সম্পর্কিত পোস্꧅টের ক্রিয়েটিভ, ইউটিউবের থাম্বনেল, ট্🐼যাগ— এসবে আবার গীতিকারদের নাম দিতে হবে কেন? সত্যিই তো! লিখিয়েদের লেখাই তো তাদের আসল পরিচিতি, নাম নয়। তাদের অর্থের প্রয়োজন কোনও কালেই হত না। এখন নামও লাগে না।'
বারিশকে সমর্থন সুদীপ্তা, শ্রীজাতর
এদিন বারিশের এই পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। সুদীপ্তা চক্রবর্তী। তিন♔ি লেখেন, 'এটা একেবারেই ঠিক নয়।' অন্যদিকে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লেখেন, 'একটা সহজ টোটকা আছে। গান লিখতে এত টাকা নেবে যে নাম না দিতে ওদের গায়ে লাগবে।'