সালটা ২০১৬। সেই বছরই জন্ম নেয় করিনা কাপুর খান এবং সৈয়ফ আলি খানের প্রথম সন্তান, তাঁদের বড় ছেলে তৈমুর খান। তৈমুর জন্মের পর থেকেই বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। কখনও তার নাম নিয়ে জোর চর্চা চলেছে, কখনও আবার যে চিকিৎসকের হাতে টিমের জন্য হয় তাঁকে নিয়ে চর্চা চলেছে। কেন? কারণ এই চিকিৎসকের হাতে একা তৈমুর নয়, তার মা করিনা কাপুর খানও জন্মেছেন। এই গাইনির চি♈কিৎসক একাধিক বলিউডি পরিবারে বেশ জনপ্রিয় ছিলেন। আর এদিন সেই ডাক্তার রুস্তম সুনাওয়ালা শেষ নিཧঃশ্বাস ত্যাগ করলেন। গত ৫ জানুয়ারি প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
প্রয়াত ডাক্তার রুস্তম সুনাওয়ালা
১৯৯১ সালে ডাক্তার রুস্তম সুনাওয়ালা পদ্মশ্রী পুরস্কার পান। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।🔯 আর সেই অসুস্থতার কারণেই এদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো ১৯৬০ এর দশকে তিনি পলিথিন IUD আবিষ্কার করেছিলেন যেটা গꦑর্ভনিরোধক হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে যে প্রক্রিয়াগুলো ব্যবহার করা হয় সেটার আগে এই পদ্ধতিকেই নিরাপদ বলে মনে করা হ▨তো।
কেবল করিনা কাপুর বা তাঁর ছেলে তৈমুরকেই যে ডাক্তার রুস্তম সুনাওয়ালা জন্ম দিয়ে✅ছেন সেটাই নয়। করিনার দিদি, করিশ্মা কাপুরও ১৯৭৪ সালে রুস্তম সুনাওয়ালার হাতেই জন্মেছেন। এমনকি রণবীর কাপুরও ১৯৮২ সালে তাঁ𒁏র হাতেই জন্মান।
শুধু এতটুকুই নয়, রণবীর আলিয়ার মেয়ে রাহাও জন্মেছে ডাক্তার রুস্তম সুনাওয়ালার হ🍎াতে। তবে তৈমুরের ভাই, জেহ ওরফে জাহাঙ্গীর আলি খান জন্মেছে ডাক্তার র🔥ুস্তমের ছেলে ফিরোজ সুনাওয়ালার হাতে।
আরও পড়ুন: 'আমিই ক্যাবিনেট' ঘোষণা ইন্দিরার, কঙ্গনার ইমারজেন্সির ট⭕্রেলার জুড়ে ৭১-র ভারত-পাক যুদ্ধের টুকরো ছবি
তাঁর রোগীরা সবসময় জ🏅ানিয়েছেন ডাক্তার রুস্তম অত্যন্ত বিনয়ী, ভদ্র, এবং কেয়ারিং একজন চিকিৎসক ছিলেন।