মা, বাবা এবং দুই ভাইয়ের সঙ্গে ছবিতে থাকা বা🍸চ্চা মেয়েটি কিন্তু বর্তমানে বলিউডের বিখ্যাত অভিনেত্রী। দেখুন তো তাঁকে চিনতে পারছেন? পারলেন না? তাহলে জানাই, ওঁর তুতো দিদিও কিন্তু বলিউডের খ্যাতনামা অভিনেত্রী। আবার যোগ আছে রাজনী𓆉তির সঙ্গেও। পারলেন এবার? হ্যাঁ, ঠিক ধরেছেন ছবির বাচ্চা মেয়েটি হলেন পরিণীতি চোপড়া।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলের মঞ্চে না থেকেও ময়ূরীর 🍌জন্য উপহার শ্রেয়ার! ভিডিয়ো কলেই গাইলেন কোন গান?
পরিণীতি চোপড়ার ছোটবেলার ছবি
এদিন পরিণীতি চোপড়ার মা বাবার বিবাহবার্ষিকী। আর সেই উপলক্ষ💯্যে এদিন একগুচ্ছ ছবি পোস্ট করে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীর ভাই শিবাং চোপড়া। সেখানেই একটি ছবিতে তাঁদের ছোটবেলার ছবি পোস্ট করেছেন। এই ছবিতে দেখা যাচ্ছে পরিণীতি চোপড়ার মা বাবা যথাক্রমে চুড়িদার এবং শার্ট প্যান্ট পরে দাঁড়িয়ে। তাঁদের দুজনের কোলে তাঁদের দুই ছেলে। আর সামনে ফ্রক পরে, ঝুঁটি বেঁধে হাসি মুখে দাঁড়িয়ে বলিউড অভিনেত্রী।
এদিন এই ছবিগুলো পোস্ট করে শিবাং লেখেন, 'শুভ বিবাহবার্ষিকী প্রযোজকদের। ধন্যবাদ আমায়, দিদিকে আর সহজকে তৈরি করার জন্য, আপনারা যা বলেন, শিখিয়েছেন সেগুলোর অন্তত ১ শতাংশ শোনাতে পারার জন্๊য। আমরা আজ যা, যতটুকু সব তোমাদের জন্যই। খুব ভালোবাসি তোমাদের। অনেকটা অনেকটা।'
তাঁর পোস্ট করা🀅 বাকি ছবিগুলোতে তাঁদের বাবা মায়ের বিদেশ সফরের ছবি থেকে তাঁদের ফ্যামিলি ফটো, অভিনেত্রীর বিয়ের ছবি সবই আছে।
প্রসঙ্গত এই বিষয়ে বলে রাখা ভালো ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাজনীতিক রা𒉰ঘব চাড্ডার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন পরিণীতি চোপড়া। রাজস্থানে বসেছ☂িল তাঁর বিবাহ বাসর। তাঁর তুতো দিদি হলেন বলিউডের দেশি গার্ল, প্রিয়াঙ্কা চোপড়া।
আরও পড়ুন: স্টার কিড👍 হয়েও কিশোর কুমার কে স♔েটাই জানতেন না আলিয়া! প্রথম দেখায় রণবীরকে কী প্রশ্ন করেছিলেন
কে কী বলছেন?
অনেকেই এদিন শিবাং ℱচোপড়ার এই পোস্টে তাঁদের বাবা মা অর্থাৎ পবন চোপড়া এবং রিনা চোপড়াকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'দ্বিতীয় ছবিটা আগে দেওয়া উচিত। আপনাদের সবাইকে খুব সুন্দর লাগছে।' কেউ আবার লেখেন, 'বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা নেবেন।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ফ্যামিলি ফটো। খুব সুন্দর। ভালো লাগছে সবাইকে।'