সারেগামাপা শেষে এই মুহূর্তে চর্চায় রয়েছে জি বাংলার নাচের রিয়েলিটি শো 'ডান্স বাংলা ডান্স'। শোয়ের শ্যুটিংয়ে♔র ফাঁকে বিচারক, সঞ্চালক, প্রতিযোগীরা ঠিক কী কী করছেন, তা নিয়ে দর্শকদের কৌতুহল থাকে বৈকি। অনেকেই জানতে চান শ্যুটিংয়ের ফাঁকে খুদে সঞ্চালক-সঞ্চালিকাদের সঙ্গে কী কী করেন অঙ্কুশ-কꦡৌশানিরা?
‘ডান্স বাংলা ডান্স’-এর শ্যুটিংয়ের ফাঁকে এমনই এক দৃশ্য উঠে এল টলি অনলাইনের ক্যামেরায়। যেখানে দেখা যাচ্ছে ছোট্ট মিছরি কৌশানির কোলে বসে ছবি আঁকছে। কৌশানি বলেন, ‘ড্রয়িং-এর অবস্থাটা একটু দেখাই সবাইকে।’ এরপরই কৌশানি দেখান🐼, ছোট্ট মিছরি, তার কাছে থাকা কাগজে ইজিবিজি কেটেছে। এরপর ছোট্ট সঞ্চালনের হাত ধরে I Love You-লিখতে শেখান অভিনেত্রী।
প্রসঙ্গত ‘ডান্স বাংলা ডান্স’-এর সঞ্চালনা করছেন একদল কচিকাঁচা। সম্প্রতি শোয়ের মঞ্চে তাঁদের কাউকে বাঘ, কাউকে সিংহ, কাউকে আবা🧜র, পান্ডা, হরিণ সহ নানান কিছু সেজে মজাদার ⛎ভাবে হাজির হতে দেখা যায়। প্রায়ই এই খুদে সঞ্চালকদের সঙ্গে হাসি-ঠাট্টা করতে দেখা যায় মহাগুরু মিঠুন চক্রবর্তী, বিচারক যিশু সেনগুপ্ত সহ অন্যান্যদের।
এদিকে এবার ডান্স বাংলা ডান্স শোয়ের ফাঁকে প্রায়ই ভোম্বলকে নিয়ে মেতে থাকেন মহাগুরু মিঠুন চক্রবর্তী থেকে যিশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরারা। কয়েকদিন আগেই শ্যুটিং-এর ফাঁকে ভোম্বল ঠিক কী করছিল, তা ধরা পড়ে যায়। শ্যুটিং-এর ফাঁকে মন দিয়ে চিপস খেতে দেখা যায় সেই খ🥂ুদেকে। তবে একা নয়, ‘শেয়ার করে খꦬেতে হয়’ একথা জানা আছে ছোট্ট সঞ্চালকের। আর তাই চিপস নিয়ে অঙ্কুশকে দিতে পৌঁছে দেয় সে। আবার পছন্দের কৌশানি দিদিকে বড় চিপসটা দেয় ভোম্বল। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছিল সেই মুহূর্তও।
প্রসঙ্গত♏, Dance বাংলা Dance-এর আগামী পর্বে মহান পরিচালক সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে পারফর্ম করতে দেখা যাবে খুদে প্রতিযোগীদের! ইতিমধ্যেই সেই পর্বের প্রোমো দেখে ꦛমুগ্ধ দর্শকরা।