জি বাংলার পর্দায় ফের শুরু হয়ে গিয়েছে ‘ডান্স বাংলা ডান্স’-এর নতুন♈ সিজন। শনিবার থেকেই শুরু হয়েছে সম্প্রচার। বর্তমানে ‘ডান্স বাংলা ডান্স’ -এর মঞ্চে চলছে গ্র্যান্ড অডিশন পর্ব। সেখান থেকেই বিচারকরা প্রতিভার ভিত্তিতে বেছে নিচ্ছেন প্রতিযোগীদের। মূল পর্বের অনুষ্ঠানে তাঁরাই অংশগ্রহণ করবেন। আর এই অডিশন পর্বেই সকলের মন জিতে নিলেন পূজা হালদার।
শনিবারের পর্বে পূজার নাচ দেখেছেন দর্শকরা। বিরল প্রতিভা অধিকারী সে। কথায় আছে ‘ইচ্ছে ꧙থাকলে উপায় হয়’। পূজা হালদার যেন 'ডান্স বাংলা ডান্স' -এর মঞ্চে সে কথাই আবার নতুন করে প্রমাণ করলেন। তাঁর নাচ দেখে একটুও বোঝার উপায় নেই যে তিনি মূক-বধির। পূজার না শোনা ও না বলাগুলো যেন তাঁর পারফর্মেন্সের পরতে পরতে সবাক হয়ে উঠেছে।
তবে পূজার জীবন খুব একটা সহজ নয়। মূক-বধির বলে জন্মের পর তাঁর বাবা অস্বীকার করেন ত🤪াঁকে। পূজা ও তাঁর মাকে ছেড়ে দেন। তা꧑রপর লড়াই করে পূজাকে একা হাতে মানুষ করেছেন তাঁর মা। তবে এত কষ্ট, এত সমস্যাতেও এক ফোঁটা কমে যায়নি তাঁর নাচের প্রতি ভালোবাসা।
আরও পড়ুন: জটিল রোগে আক🧔্রান্ত ঋতাভরী! 'শরীরচর্চꩵা না করলে...', আর কী জানালেন নায়িকা?
ইতিমধ্যেই মূল পর্বের জন্য নির্বাচিত হয়েছে সে। লেডি লায়ন্স এবং ডিএসআর গ্রুপের হয়ে পারফরম্যান্স করতে দেখা যাꦚ✤বে তাঁকে। পূজার এই বিরল প্রতিভা দেখে অবাক বিচারকরাও। তাই এই সিজনে মহাগুরু মিঠুন চক্রবর্তীর কাছ থেকে প্রথম ফুলও পেয়েছেন তিনিই। তাঁর নাচ দেখে মুগ্ধ মিঠুন তাঁর সেই আইকনির কপ্লিমেন্ট 'ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত' বলেছেন। সব মিলিয়ে প্রথম দিনেই 'ডিবিডি'র মঞ্চে ঝড় তুলেছেন পূজা।
আরও পড়ুন: ঠিক যেন বার্বি-কেন, ♊ক্যাটরিনা-ভি🏅কির লুকে মুগ্ধ ভক্তরা! এই সাজে কোথায় গিয়েছিলেন তাঁরা?
প্রসঙ্গত, প্রতি শনি ও রবিবার জি 🦋বাংলার পর্দায় রাত ৯ টা বেজে ৩০ মিনিট থেকে সম্প্রচারিত হচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’। এবারও মহাগুরু মিঠুন চক্রবর্তী রয়েছে। তাছাড়াও সঞ্চালক হিসেবে এই সিজেনেও অঙ্কুশ হাজরাকেও দেখা যাবে। অন্যদিকে, বিচারকের আসনে এবারও রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাছাড়াও এই সিজনের বড় চমক যিশু। বহু বছর পর তাঁকে ফের জি বাংলার পর্দায় দেখা যাচ্ছে এই শোয়ের সুবাদে। তাছাড়াও ডান্স বাংলা ডান্স -এর সঙ্গে যিশুর বহুদিনের সম্পর্ক। একটা সময় তাঁকে এই শোয়ে বিচারক হিসেবে দেখা যেত। এই সিজনেও বিচারক হয়েই ফিরেছেন নায়ক। ফলে সবটা মিলিয়ে বলাই যায় এই যিশুর 'ঘর ওয়াপশি'। তবে যিশু ছাড়াও এই সিজনে বিচারকের আসন আলো করে রয়েছেন কৌশানী মুখোপাধ্যায়। তবে গত 💞কয়েকটা সিজনের মতো এই সিজনে বলিউডের কোনও তারকাকে দেখা যায়নি বিচারক পদে।