শনিবার রাতে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে মুম্বইতে একটি পার্টি থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছিল। আসলে ক্যাটরিনার প্রিয় বন্ধু কারিশ্মা কোহলির বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। সেখা❀ন থেকেই দম্পতিকে বাড়ি ফিরতে দেখা যায়। অনুষ্ঠানে তাঁদের লুক ও রসায়ন ফဣের নতুন করে মুগ্ধ করেছে ভক্তদের।
পাপারাৎজিরা ক্যামেরবন্দি করেন ক্যাটরিনা এবং ভিকির পার্টি থেকে ফেরার সেই দৃশ্য। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, তাঁরা একসঙ্গে পার্টি থেকে বেরিয়ে আসছেন। ক্যাটরিনার বোন ইসাবেল ভিকি ও ক্যাটরিনাকে ভ্যেনুর গেট পর্যন্ত ছেড়ে দিয়ে যান। তারপর ভিকি ও ক🤪্যাটরিনা হাত ধরাধরি করে তাঁদের গাড়ির দিকে এগিয়ে যান।
আরও পড়ুন: আইফা ২০২৫♕-এর মঞ্চে 'অমর সিং চমকিলা' আর 'পঞ্চায়েত ৩'🐓-এর রমরমা! ওটিটিতে সেরা কারা?
ক্যাটরিনা এদিনের পার্টিতে মিষ্টি লুকে সকলের মন জয় করে নিয়েছিলেন। অভিনেত্রীর পরনে ছিল একটি ফ্লেয়ার্ড, অফ-শোল্ডার গোলাপি গাউন, তার একপাশে একটা বড় ফুলও ছিল। খোলা চুল ও হালকা মেকআপে বেশ মিষ্টি দেখাচ্ছিল নায়িকাকে। অন্যদিকে, ভিকিকে কালো ফর্মাল থ্রি-পিস স্যুটে অসাধারণ লাগছিল। একেবারে যেন বার্𒁃বি ও কেন।
ভক্তরা তাঁদের লুক এবং রসায়ন দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। একজনের মন্তব্য করছেন, ‘ভিকি যে ভাবে ক্যাটরিনার হাত ধরে তাঁকে নিয়ে যাচ্ছেন।’ আর একজন ভক্ত মন্তব্য করেছিলেন, ‘দেখুন ভিকি ক্যাটের প্রতি এতটাই মুগ্ধ এখনও যে ওঁর হাত ছাড়তে চাইছেন না।’ তাঁদের লুকের প্রশংসা করে এক ভক্ত লিখেছেন, ‘ক্যাটরিনাকে বার্বির মতো দেখাচ্ছে এবং ভিকি কৌশলকে রাজপুত্রের মতো।’ আরও একজন লিখেছেন, ‘ক্যাটরিনা তাঁর বার্বির অবতারে ফিরে এসেছেন।’ তাঁদের রসায়নের প্রশংসা ক🐠রে এক ভক্ত লেখেন, ‘একে অপরের জন্য তৈরি।’ অন্য একজন মন্তব্য করেন, ‘এটা স্বপ্নময়।’
আরও পড়ুন: 'ছেলে হলে আমার বেশি কাছের হবে, আর 𒁃মেয়ে হলে…', হবু সন্তানকে নিয়ে বললেন অন্তঃসন্🌊ত্বা 'মিশকা' অহনা
প্রসঙ্গত, ২০২১ সালে ক্যাটরিনা এবং ভিকি গাঁটছড়া বাঁধেন। বিয়ের আগে এই তারকা দম্পতি তাঁদের সম্পর্ক গোপন রেখেছিলেন। মাত্র ১২০ জন অতিথির উপস্থিতিতে সাতপাဣকে 𝕴বাঁধা পরেন তাঁরা। তাঁদের বিয়েতে নেহা ধুপিয়া, অঙ্গদ বেদী, কবির খান, মিনি মাথুর, শর্বরী ওয়াঘ এবং মালবিকা মোহননের মতো বিনোদন জগতের গুটিকয়েক তারকা উপস্থিত ছিলেন। দম্পতি তাঁদের ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন। তবে তাঁরা মাঝে মাঝে নিজদের মিষ্টি মুহূর্তের ছবিও শেয়ার করেন।
কাজের সূত্রে, ক্যাটরিনাকে শেষবার বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা গিয়েছিল। অন্যদিকে, ভিকি কৌশলের 'ছাবা' বর্তমানে প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে। লক্ষ্মণ উতেকর 🍸পরিচালিত, ঐতিহাসিক অ্যাকশন-ড্রামা ছবিটি এখন পর্যন্ত এই বছরের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি। ছবিটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৬৭০ কোটি টাকা আয় করেছে। ভিকিকে পরবর্তীতে সঞ্জয় লীলা বনসালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে দেখা যাবে। যেখানে আলিয়া ভাট ও রণবীর কাপুর তাঁর সঙ্গে অভিনয় করেছেন।