বিয়ের ৬ বছর পর সন্তান সুখ পান দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। তাঁদের সংস🦩ার আলো করে এসেছে তাঁদের মেয়ে♎ দুয়া সিং পাড়ুকোন। মেয়ের মুখ এখনও দেখাননি তাঁরা। তবে এদিন অভিনেত্রী জানালেন তাঁর গর্ভাবস্থা বেশ জটিল ছিল। অনেক কষ্ট সহ্য করতে হয়েছে তাঁকে।
আরও পড়ুন: অভনীত কাণ্ডের পর ড✤িনার ড🥂েটে কোহলিরা, বিরাটের উপর রেগে অনুষ্কা? কী প্রমাণ পেল নেটপাড়া?
কী ঘটেছে?
মেরি ক্লেয়ারের সℱঙ্গে একটি কথোপকথনে দীপিকা পাড়ুকোন তবে প্রেগন্যান্সি নিয়ে কথা বলেন। কথা বলেন তাঁর মাতৃত্ব নিয়ে। নতুন মা হিসেবে কেমন দিন কাটছে থেকে গর্ভাবস্থা কেমন কেটেছে সবটাই জানান তিনি এদিন। গত বছর সেপ্টেম্বর মাসে ভূমিষ্ট হয়েছে দুয়া, কিন্তু দীপিকার মনে হয় এই তো সেদিন। এরপরই তাঁকে তাঁর জটিল গর্ভাবস্থা ন🅷িয়ে কথা বলতে শোনা যায়।
দীপিকা এদিন বলেন, 'গত ৮-৯ মাস আমায় অ𒆙নেক কিছু সহ্য করতে হয়েছে গর্ভাবস্থায় এবং ডেলিভারির সময়।'
দীপিকা এদিন আরও বলেন, 'আমার মনে হয় আমাদের কাছে (দীপিকা এবং রণবীর) গুরুত্বপূর্ণ ছিল আমাদের সন্তানকে আমারদের কোলে নেওয়া, যে নতুন দুনিয়ায় সে আসছে সেটা যেন সে ভালো ভাবে দেখতে পায়, ধীরে ধীরে মান হয়ে ওঠে। ও আমাদের কাছে কী, আর 𒈔সেটা কেন এই ভাবতে গেলেই একটা খুব সুন্দর সামারি মনে হয় আমার।'
রণবীর দীপিকার মেয়ে
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর মাসে ভূমিষ্ট হয়েছে দুয়া। এরপর গত বছরই মেয়ের নাম প্রকাশ্যে আনেন এই তারকা জুটি। জানান তাঁরা তাঁদের মেয়ের নাম দুয়া রেখেছেন কারণ তাঁদের মেয়ে তাঁদের সমস্ত প্রার্থনার উত্🐻তর। প্রসঙ্গত ২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়েন দী꧋পিকা পাড়ুকোন এবং রণবীর সিং।