ছোট পর্দার অতি পরিচিত মুখ রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাস। গত বছর༺ই ভূমিষ্ট হয়েছে তাঁদের মেয়ে আয়রা। মাঝেই মধ্যেই এই খুদের নানা ভিডিয়ো তাঁরা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। এদিন কী কাণ্ড ঘটাল ছোট🌺্ট আয়রা?
আরও পড়ুন: রটেছে রাজদীপের সঙ্গে 🐠সম্পর্ক ভাঙার গুজব, কার জন্য তন্বী লিখলেন, 'বুঝিয়েছ ভালোবাসা কী'?
আরও পড়ুন: 'অনেক কিছু সহ্♔য করেছি...', গর্ভাღবস্থায় জটিলতা ছিল! কী কী কম্পলিকেশন ছিল দীপিকার?
কী ঘটেছে?
প্রীতি বিশ্বাস এদিন একটি ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর মেয়ের। সেখানে দেখা যাচ্ছে টিভিতে রাহুল মজুমদার অভিনীত একটা মিউজিক ভিডিয়ো চলছে। আর সেটা দেখে আনন্দে লাফাচ্ছে এই খুদে। বাবাকে টিভিতে দেౠখে যে সে দারুণ খুশি সেটা বোঝাই যাচ্ছে। মুখ দিয়েও নানা শব্দ করতে থাকে সে। এদিন এই ভিডিয়ো দেখে অনেকেই মন্তব্য করেছেন।
প্রীতি মেয়ের এই ভিডিয়ো শেয়ার করে লেখেন, 'বাবাকে♔ ট☂িভিতে দেখে কী হল?' সেখানে এক ব্যক্তি লেখেন, 'লক্ষী সোনা মেয়ে , কি খুশি পাপাকে দেখে , পাপা কি পরী।' আরেকজন লেখেন, 'প্রীতি তোমার মতন দেখতে হয়েছে নাতনি সোনাকে।' তৃতীয় জনের কথায়, 'একদম দ্বিতীয় প্রীতি,খুব কিউট, অনেক অনেক ভালোবাসা।'
প্রসঙ্গত ২০২৪ সালের আগস্ট মাসে জন্ম হয় রাহুল প্রীতির মেয়ের। নভেম্বর মাসে তাঁরা আয়রা মুখ দেখান এবং একই সঙ্গে তার নাম ঘোষণা করেন। গত মার্চ মাসে ছিল রাহুল-প্রীতির মেয়ের মুখেভাতের অনুষ্ঠান। সোশ্যল মিডিয়ায় সেই অনুষ্ঠানেরই কিছু মুহূর্ত পোস্ট করেছেন টেলি দম্পতি। মেয়ের মুখেভাতের অনুষ্ঠানে পায়জামা-পাঞ্জাবিতে দেখা গিয়েছে রাহুল মজুমদারকে। আর প্রীতির পরনꦿে ছিল হলুদ শাড়ি, লাল ব্লাউজ। রীতিনীতি পালনের সময় মেয়েকে কোলে নিয়েই বসে ছিলেন 'মা' প্রীতি। আর বেবি আয়রাকেও গোলাপি রঙের বেনারসি পাড় বসানো হলুদ রঙের একটা গর্জাস ফ্রকে সাজানো হয়েছিল। আর মেয়ের মাথায় আদর করে টোপর পরিয়ে দিতে দেখা গিয়েছিল রাহুলকে। প্রসঙ্গত রাহুলকে শেষবার দর্শকরা দেখেছেন হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে।
আরও পড়ুন: ৫৫ নಞয়, ৫১ বছরে পা দিলেন কাঞ্চন! উইকিপিডিয়ার ভুল শুধরে বরের জন্মদিনে কী লিখলেন শ্রীময়ী?
প্রসঙ্গত, ২০১৭ সালে 🉐‘রং-রুট’-এর সেটে রাহুল মজুমদারের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল প্রীতি বিশ্বাসের। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব ও প্রেমের শুরু। ২০২০ সালের ১০ই ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন তাঁর♕া।