বাঘা যতীনের মুক্তির দিন যত এগোচ্ছে তত যেন ছবিটির এক একটি দিক প্রকাশ্যে আসছে। নানা অজানা কথা ধরা পড়ছে। ৩০ সেপ্টেম্বর মুক🐻্তি দেব অভিনীত পায় বাঘা যতীন ছবির গান বাঘা বাঘা হে। সেই গানটির রিলিজ অনুষ্ঠান বাঘা যতীন হাইস্কুলে হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জেরে সেটা বাতিল হয়ে যায়। ত𒆙বে গান রিলিজ উপলক্ষ্যে অভিনেতা তথা প্রযোজক দেব একটি লাইভ করেন এদিন। সেখানেই তিনি ছবির গান নিয়ে একাধিক তথ্য প্রকাশ্যে আনেন।
বাঘা যতীনের গান সম্পর্কে দেব
দেব যখন শনিবার লাইভ আসেন তাঁর সঙ্গে তাঁর ছবির অনেকেই ছিলেন। পর্দার ইন্দুবালা ওরফে সৃজা, পরিচালক অরুণ রায়, সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই ছিলেন। তখনই কথা বলতে বলতে মিউজিক ডিরেক্টর নীল ওরফে নীলায়ন মজা করে জানান তিনি নাকি কোনও টাকা পাননি এখনও এই কাজের জন্য। উত্তরে দেবও মজা করে বলেন, 'নীল টাকা পায়নি...' তারপরই বলেন, 'আমি বলি আমাদের ছবির বাজ🌳েটটা? বাঘের পিছনে যত না খরচ করেছি আমি গানের জন্য তার থেকে বেশি খরচ করেছি। সবাই ভাবছে বাঘের জন্য সব থেকে বেশি খরচ করেছি, এটা ভুল ধারণা। মিথ। সব থেকে বেশি মিউজিকে করেছি আমি।'
দেব তাঁর বক্তব্যে বলেন, 'মাস্টারিং করার জন্য তখন আমরা রোজ কখনও চেন্নাই যাচ্ছি, কখনও ইউকে যাচ্ছি, আমি পাগল হয়ে গিয়েছি। রোজ রাত ১২-১ টায় নীল ফোন করে বলতো দাদা মাস্টারিং পছন্দ হচ্ছে না ইউকে থেকে করি? ওই যে জওয়ান পাঠান যেখান থেকে করেছে... ওর💝ে বাবা আমি পাগল হয়ে গিয়েছি।'
আরও পড়ুন: 'স্বাস্থ্য' বলতে দুবার হোঁচট খেলেন দেব, তবুও বললেন 'আমার বাংল🐻া নিয়ে কোনও কথা🦋 নয় হ্যাঁ'!
আরও পড়ুন: 'শাহরুখের ছবি এল꧋ে বাংলা ছবি জায়গা পাবে না এটা বদলাতে হবে', টলিউড প্রসঙ্গে মত দেবের
তবে কেবল যে তিনি নীলের সঙ্গে এভাবে মশকরা করেছেন তাই নয়💃, তিনি তাঁর প্রশংসাও করেন। বলেন, 'ও একটা রত্ন। ভীষণ গুণী একটা ছেলে। অনেক ভালোবাসি।'
বাঘা যতীন প্রসঙ্গে
আগামী ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে বাঘা যতীন। এক ছবিতে নাম ভূমিকায় দেবকে দেখা যাবে। তাঁর বিপরীতে থাকবেন ন🃏বাগতা সৃজা ꦆদত্ত। এছাড়া সুদীপ্তা চক্রবর্তী, প্রমুখকে দেখা যাবে। অরুণ রায় পরিচালনা করেছেন এই ছবির।