ইনস্টাগ্রামে ট্রোলারদের একহাত নিলেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য, যারা তা🤡ঁর উপর অভিযোগ এনেছিলেন কুকুরের জন্মদিন করে কেক নষ্ট করার। সাথ নিভানা সাথিয়া অভিনেত্রীর শেয়ার করা পোস্টে দেখা মিলেছিল কোলে কুকুর অ্যাঞ্জেলকে নিয়ে দুটো কেক কাটছেন তিনি। শন💟িবার ছিল এই চারপেয়ে কিউটির জন্মদিন।
ভিডিয়োতে দেখা যাচ্ছে কেক কেটে তাꦿ অ্যাঞ্জেলকে খাওয়ানোর চেষ্টা করা হলেও, সে বারবার নিজের মুখ ফিরিয়ে নিচ্ছে। আর দেবলীনার বর শানাওয়াজ শেখ পিছনে বসে হাততালি দিয়ে ‘হ্যাপি বার্থ ডে’ গাইছেন। বেশ কয়েকবার ব্যর্থ চে꧂ষ্টার পর দেবলীনা তাঁর কুকুরটিকে কেক খাওয়ানোর আশা ছেড়ে দেন। যদিও পরে অ্যাঞ্জেল কেকটি খায়।
দেবলীনা এই পোস্টের ক্যাপশন🌌ে লিখেছেন, ‘গতরাতের মুহূর্ত। আমার হার্টবিটের জন্মদিন ছিল। আর ধন্যবাদ মামা-মাসিদের এত সুন্দর কেক উপহার দেওয়ার জন্য।’ ভিডিয়োর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে লতা মঙ্গেশকরের গান চান্দা হ্যায় তু মেরা সুরজ হ্যায় তু যোগ করেন।
এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক ব্যক্তি মন্তব্য করেন, ‘একানে দেখুন! অনেক লোক আছে এট⛦াই জানে🍃 না কেকের স্বাদ কীরকম হয়। আর এরা কুকুরকে খাইয়ে কেক নষ্ট করছে।’ আর এর জবাবে দেবলীনা লিখলেন, ‘তা আপনি যান না। গিয়ে তাঁদেরকে কেক খাওয়ান। আমি কাকে কী খাওয়াচ্ছি সে ব্যাপারে টিপ্পনি করার আপনি কেউ নন। যান গিয়ে চ্যারিটি করুন আর তার ছবি শেয়ার করুন প্রচারের জন্য।’
আরেকজন মন্তব্য করেন, ‘আপনার কি ১৩০ কোটি ভারতীয়র আয়, জীবনযাত্রার বৈষম্যর ব্যাপারে কোনও ধারণা আছে? সারাদিনের পরিশ্রমের পর জীবনের রোজের দরকারগুলিই মেটে না সকলের অনেকসময়। ওই ব্যক্তি সেই বিষয়েই মন্তব্য করেছেন। আমরা সবাই আপনার মতো ধনী নই। জন্মদিনে একটা কেক পাওয়া আনন্দে🎃 আকাশে ওড়ার মতো ব্যাপার বেশিরভাগের কাছে। বাস্তবে ফিরে আসুন।’
আর এই কমেন্টের জবাবে দেবলীনা লিখলেন, ‘বাস্তব মেনে নিয়ে আপনিও তাহলে লোকের জন্য কিছু করুন। অন্য়ের উদযাপনে নেতিবাচক মন্তব্য করার চেয়ে যান সেই ১৩০ কোটি মান🤡ুষের 💖উপরে জোর দিন।’
শনিবার ছিল দেবলীনা আর শেহনাজের বিয়ের ১ মাস। ইনস্টাগ্রামে এই নিয়ে সেই নিয়ে কেক কাটার ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘আমাদের জন্য শুভ এবং অবিশ্বাস্য ১ মাস এবং অবশ্যই পাগলামিতে ভরা। সামনেဣ এই উত্তেজনাপূর্ণ যাত্রায় আরও অনেক কিছু আছে জানি…’