আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) নেতৃত্ব দিচ্ছেন রজত পতিদার। ২০২২ সালের মেগা নিলামে বাদ পড়ার পর তার মানসিক অবস্থা কেমন ছিল সেটা নিয়েই এবার মুখ খুলেছেন বর্তমানে আরসিবির অধিনায়ক। সেই সময় বিরাটের সাহায্যের কথাও এখনও মনে রয়েছে তাঁর। চলতি মরশুমে ১১ ম্যাচে ২৩৯ রান করেছেন পতিদার, আরসিবির মিডল অর্ডারে গু🍒রুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি তাদের প্রথম আইপিএল শিরোপার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।
এবার রজত পতিদারই জানালেন তাঁর এক ক্ষোভের কথা, যা আরসিবির বিরুদ্ধে তৈরি হয়েছিল তাঁর। রজতের কথায়, “আইপিএল ২০২২-এর মেগা নিলা🉐মের আগে আমি আরসিবির তরফে বার্তা পেয়েছিলাম যে, তুমি প্রস্তুত থাকো… আমরা তোমাকে দলে নেব। আমিও তখন আশা করছিলাম যে আমি আরসিবির হয়ে খে🌟লার সুযোগ পাব। কিন্তু মেগা নিলামে আমাকে নেওয়া হয়নি। এই নিয়ে আমি সত্যিই দুঃখিত ছিলাম"।
যদিও পরবর্তী সময় লুভনিথ সিসোদিয়া চোটের জন্য ছিটকে যাওয়ায় আরসিবির দরজা খুলে যায় রজতের সামনে, যদিও তাতেই খুশি ছিলেন না আরসিবির বর্তমান অধিনায়ক। কিন্তু কেন? রজত বলছেন, “আমি ইন্দোরে ঘরোয়া লিগের ম্যাচ খেলতে শুরু করেছিলাম ২০২২ সালের আইপিএল নিলাম থেকে বাদ পড়ার পর। তারপর, আমি ফোন পেলাম আরসিবির থেকে যে ওরা আমাকে লুভনিথ সিসোদিয়ার বদলি হিসেবে দলে নিচ্ছে, কিন্তু আমি তাতে খুশি ছিলাম না। কারণ আমি মনে করি না,𝓰 যে আমি কারোর বদলি হিসেবে স্কোয়াডে ঢোকার ক্রিকেটার। আর সেখানে গিয়ে আমায় ডাগআউটে বসে থাকতে হবে, সেটাও আমি পছন্দ করি না''। যদিও পর রজত বলেন, ‘আমি খুব বেশি রাগও করতে পারিনি, কারণ ওরা আমায় তখন দলে না নিলে তো খেলতেই পারতাম না। তাই কিছুক্ষণ তো রাগ ছিলই, তবে পরে স💎েটা স্বাভাবিক হয়ে যায় ’।
আরসিবিতে বিরাটদেরকে এখন নেতৃত্ব দিতে কেমন লাগছে? অধিনায়ক বলছেন, ‘আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন ভেবেছিলাম যে দলে এত বড় বড়় ক্রিকেটার রয়েছে, স্বয়ং বিরাট কোহলি রয়েছেন। কীভাবে তাঁকে ক্যাপ্টেন্সি করব, কিন্তু আমি এরপর বুঝেছি বিরাট কতটা সাহায্য করে। আমি জানতাম আমার ওপর ওর পূর্ণ সমর্থন রয়েছে, তাই যতটা বেশি সম্ভব ওর থেকে শিখে নিতে চেয়েছি। কারণ ওর যা অভিজ্ঞতা আছে, তা বাকিদের কারোর কাছেই হয়ত নেই। বিরাট যখন আমার হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিচ্ছিল, আমি মানে কি বলব বুঝে পাচ্ছিলাম না, ♏তবে ও আমায় বলেছিল যে আমি এই ভূমিকা বা পদ পাওয়ার যোগ্য, এটা আমি অর্জন করেছি, এরপর আসতে আসতে আমি বিষয়টি🌠র সঙ্গে মানিয়ে নিলাম, সত্যিই মূহূর্তটা খুবই স্পেশাল ছিল’।