ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির জন্য আইপিএল ২০২৫ নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হবে না। স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়র লিগ শেষ হবে আরও কিছুদিন দেরিতে। আইপিএলের সূচি বদলের সরাসরি প্রভাব পড়ে🐎 অন্য একটি টি-২০ লিগের উপরে। আইপিএলের জন্যই সংশ্লিষ্ট টুর্নামেন্ট শুরু হবে এক সপ্তাহেরও বেশি দেরিতে।
প্রথমিক সূচি অনুযায়ী এবছর আইপিএল শেষ হওয়ার কথা ছিল ২৫🎃 মে। ঠিক তার পরের দিনেই অর্থাৎ, ২৬ মে শুরু হওয়ার কথা ছিল মুম্বই টি-২০ লিগ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে আইপিএল ২০২৫-এর ফাইনাল অ𒁃নুষ্ঠিত হবে ৩ জুন। ফলে মুম্বই টি-২০ লিগও পিছিয়ে যায়। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী মুম্বই টি-২০ লিগ শুরু হবে ৪ জুন। অর্থাৎ, মুম্বই টি-২০ লিগে সূর্যকুমার যাদবদের মাঠে নামা এক্ষেত্রে পিছিয়ে যায়।
মুম্বই টি-২০ লিগের প্রাথমিক সূচি কী ছিল?
প্রাথমিকভাবে ২৬ মে শুরু হওয়াౠর কথা ছিল টি-২০ মুম্বই লিগের নতুন মরশুম। টুর্নামেন্টের ফাইনাল খেলা হওয়ার কথা ছিল ৮ জুন। টি-২০ মুম্বই লিগের সব ম্যাচ খেলা হওয়ার কথা ছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
মুম্বই টি-২০ লিগের পরিবর্তিত সূচি কী হতে পারে?
পরিবর্তিত পরিস্থিতিতে মুম্বই টি-২০ লিগ চলতে পারে ৪ থেকে ১০ জুন। অর্থাৎ, ১২ দিনের টুর্নামেন্ট ৭ দিনে শেষ করতে চাইছে মুম্বই ক্রিকেট সংস্থা। প্রতিদিন ২টি করে ম্যাচ আয়োজন করে টুর্নামেন্টের দৈর্ঘ্য কমানোর চেষ্টা করছে এমসিএ। এক্ষেত্রে ওয়াংখেড়ে স্টেডিয়াম ছাড়াও ডিওয়াই পাতিল, বিকেসি গ্রাউন্ড অথবা ব্র্যাবোর্ন স্টেডিয়ামের মধ্যে অপর একটি কেন্দ্🌌রে ম্যাচ আয়োজন করতে চাইছে মুম্বই ক্রিকেট সংস্থা।
মুম্বই ক্রিকেট সংস্থার এক বিশ্বস্ত সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘লিগ এখন ২টি মাঠে আয়োজন করা হবে।💫 ওয়াংখেড়ের সঙ্গে ডিওয়াই পাতিল, বিকেসি গ্রাউন্ড অথবা ব্র্যাবোর্ন স্টেডিয়ামের মধ্যে কোনও একটি মাঠ ব্যবহার করা হবে। প্রꩵত্যেক দিন ২টি কেন্দ্রে ১টি করে ম্যাচ আয়োজন করা হবে।’
উল্লেখ্য, এবছর টি-২০ মুম্বই লিগে মোট ৮টি দল অংশ নেবে। এই ৮টি দল হল, নর্থ মুম্বই প্যান্থার্স, আর্কস আন্ধেরি, ট্রাম্ফ নাইটস মুম্বই নর্থ-ইস্ট, নমো বান্দ্রা ব্লাস্টার্স, ঈগল থানে স্ট্রাইকার্স, আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্বস, সোবো মুম্বই ফ্যালকনস ও মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস। আটটি দল তাদের আইকন প্লেয়ার বেছে নেওয়া ছাড়াও নিলাম থেক♈ে স্কোয়াড গড়ে নিয়েছে ইতিমধ্যেই। গত ৭ মে অনুষ্ঠিত হয় মুম্বই টি-২০ লিগের নিলাম।