কিছু দিন আগে ভিডিয়ো বৌমা ধারাবাহিক টিআরপিতে ভালো ফল করায় পার্টি করে ফেরার পথে ঠাকুরপুকুর বাজারে 𝐆মদ্যপ অবস্থায় চার চাকা নিয়ে ঢুকে পড়েন ধারাবাহিকের পরিচালক। সেই ঘটনায় নাম জড়ায় ধারাবাহিকের নায়ক আরিয়ানের। যদিও সেই গাড়িতে ছিলেন না তিনি। তবে পার্টিতে ছিলেন। তবে বর্তমানে সে সব বিতর্ক, চর্চা অতীত। এদিন একটি ছবি প্রকাশ্যে এসেছে যা দেখে দর্শকদের প্রশ্ন আরিয়ান কি বিয়ে করে 💖ফেললেন?
আরও পড়ুন: পুজো নাকি গরমের ছুটি- ক🍃বে আসছে 🍃দেবী চৌধুরানী? কী আপডেট দিলেন পরিচালক?
আরও পড়ুন: 'পুরো মায়ের মতো.ജ..', ৫ মাসে ভাত খেল কৃষভি! অন্নপ্রাশনে মেয়েকে কী দিলেন কাঞ্চন-শ্রীময়ী?
কী ঘটেছে?
এদিন যে ছবিটি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে হাতে কুনকে নিয়ে বসে আছেন আরিয়ান ভৌমিক। তাঁর পরনে ধুতি পাঞ্জাবি। পাশে লাল বেনারসি, মাথায় ঘোমটা, শোলার মুকুট পরে বসে তাঁর স্ত্রী। তবে কি সত্যি সত্যিই বিয়ে করে ফেললেন অভিনেতা? না। যা ঘটেছে সবই পর্দার জন্য। আর তাঁর পাশে বসে থ꧙াকা তাঁর স্ত্রী হলেন ভিডিয়ো বৌমার নায়িকা রিখিয়া রায় চৌধুরী।
আরও পড়ুন: ঋষি কাপুরের না থাকা♈র ৫ বছর, জানেন কি বিয়ের দিন সস্ত্রীক জ্ঞান হারিয়েছিলেন অভিনেতা? কী ঘটেছিল?
ভি🌳ডিয়ো বৌমা ধারাবা🎃হিক দেখানো হবে মাটি এবং আকাশের বিয়ে। সেই পর্বের শ্যুটিংয়ের ছবিই এদিন খোদ রিখিয়া পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'এখান থেকেই চিরকালের শুরু। দিনটা সেভ করে রাখুন, ভিডিয়ো বৌমার মহাবিবাহ পর্ব আগামী ৪ মে সম্প্রচারিত হবে। রাত ৮ টা নাগাদ।'
কে কী বলছেন?
🀅এক ব্যক্তি লেখেন, 'মুভির সিন? দেখে তো মনে হচ্ছে বাস্তবের।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'বাপরে আমার তো রীতিমত হার্ট অ্যাটাক হতে যাচ্ছিল। আমি ভাবলাম সত্যিই বিয়ে করে নিলে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'দুজনকেই বিয়ের সাজে দারুণ লাগছে।'