ভারত🌠ের আকাশসীমা আর ব্যবহার করতে পারবে না পাকিস্তানি বিমান।
বুধবার নোটিশে জানান♕ো হয়েছে, পাক🌄িস্তানের বিমানের জন্য ভারতের আকাশসীমা ব্যবহার করা হবে না। খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে।
ভারতীয় আকাশসীমা কোন বিমানগুলি আ🌌র ব্যবহার করতে পারবে না: পাকিস্তানে নিবন্ধিত বিমান, পাকিস্তানি বিমান সংস্থা বা অপারেটরদের দ্বারা পরিচাꦬলিত, মালিকানাধীন বা লিজ নেওয়া বিমান, সামরিক বিমান সহ।
কয়েকদিন আগেই পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হাℱমলায় ২৫ ভারতীয়-সহ ২৬ জনের মৃত্যু হয়। গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে এই হামলায় আরও বেশ কয়েকজন🉐 পর্যটক আহত হন।
হামলার পর কেন্দ্রীয় সরকার পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করতে একাধিক পদক্ষেপ নিয়েছিল। এই পদক্ষেপগুলির মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত, পাকিস্তান হাই কমিশনের কর্মীদের হ্⛎রাস এবং আটারি সীমান্ত চেকপোস্ট বন্ধ করা।
ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার পাশাপাশি ভ🃏ারতের বেশিরভাগ পদক্ষেপের নকল করাও ঘোষণা করেছিল পাকিস্তান। ভারতের সঙ্গে করা সব চুক্তির পাশাপাশি সিমলা চুক্তি থেকেও সরে আসার হুমকি দিয়ে🎉ছে তারা।
হামলার পর থেকেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, প♑াকিস্তান বারবার নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং জম্মু ও কাশ্মীরের আন্তর্🌠জাতিক সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ভারতীয় বাহিনী এই লঙ্ঘনের উপযুক্ত জবাব দিচ্ছে।