ফের টলিপাড়ায় জটলিতা। এবারও সমস্যাটা সেই ডিরেক্টরস গিল্ডের সঙ্গে ফেডারেশনের। এবার ফেডারেশনের কোপে পরিচালক শ্রীজিৎ রায়। এবার টলিপাড়ার রাজনীতির শিকার শ্রীজিৎ। কিছুদিনের মধ্যেই নতুন ধারাবাহিকের শ্যুটিং শুরু করার কথা ছিল তাঁর। এরপর হঠাৎই শনিবার রাতে শোনা যায়, আর্ট সেটিং গিল্ডের টেকনিশিয়ানেরা নাকি পরিচালকের সঙ্গে অসহযোগিতা করছেন না, মানে তাঁরা কাজ করতে চাইছেন না। এরই মাঝে রবিবার ছিল সরস্বতী পুজো। এরপর সোমবার সকালে ফের সমস্যার মুখে পড়েন পরিচালক। তাঁর কথায়, 'আর্ট সেটিং গিল্ড থেকে সেখানকার সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন আমার সঙ্গে কাজ না করেন।' যদি কোনও লিখিত নির্দেশ আসেনি বলে জানিয়েছেন পরিচালক নিজেই।
এদিকে পরিচালক শ্রীজিৎ রায় ডিরেক্টরস গিল্ডের সদস্য। বহুদিন ধরেই টলিপাড়ায় কাজ করছেন তিনি। তবে সমস্যাটা কোথায়?
অভিযোগ, শ্রীজিৎ নাকি ডিরেক্টর্স গিল্ড-ফেডারেশন ঝামেলার সময় টেকনিশিয়ান-বিরোধী কথা বলেছিলেন। টেকনিশিয়ানরা তাতেই নাকি শ্রীজিতের প্রতি বিরক্ত। আর এই কারণেই তাঁরা শ্রীজিতের সঙ্গে কোনও কাজ করবেন না। এদিকে তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছে সেবিষয়টি মঙ্গলবার ফেসবুক লাইভ করে তুলে ধরেছেন শ্রীজিৎ রায়।
তাঁর কথায়, ‘খুব খারাপ লাগছে। আমি ব্যারাকপুরের ছেলে। ইন্ডাস্ট্রিতে আমার কোনও দাদা-কানা নেই। খুব কষ্ট করে ২৫টা বছর ধীরে ধীরে এই জায়গায় পৌঁছেছি। অদ্ভুত কিছু কারণে আমকা আজ ফেসবুক লাইভে আসতে হল। আমি খুবই বিপদে। আমি আমার ছোট ভাই শৌভিক যে লেখে, দুজনেই সমস্যায়।…গত ২৭ তারিখ থেকে আমার একটা নতুন সিরিয়ালের সেটের কাজ শুরু হয়েছিল। বেশ ভালোই কাজ চলছিল। হঠাৎ শনিবার থেকে একটা গণ্ডোগোলের আভাস আমার কানে আসতে শুরু করে। শুনি আমার সেটে নাকি কাজ বন্ধ হয়ে যাবে। তার কারণ নাকি আমি এমন কোনও মন্তব্য করেছি, তাতে কিছু টেকনিশিয়ানের খারাপ লেগেছে। ’
শ্রীজিৎ বলেন, ‘এর আগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে গণ্ডোগোলের সময় নাকি আমি সংবাদমাধ্যমে কিছু মন্তব্য করেছি। যেটা নাকি আর্ট সেটিং গিল্ডের খারাপ লেগেছে। যদিও এই বিষয়টা এক্কেবারেই ভিত্তিহীন। ওরা কারোর দ্বারা প্ররোচিত বলে মনে হয়। কারণ, আর্ট সেটিং গিল্ডের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমার সঙ্গে কোনও টেকনিশিয়ানের সম্পর্ক খারাপ নয়।’