বাংলা নিউজ > বায়োস্কোপ > Friendship Day: ‘মৃত্যু আমাদের এই সম্পর্ক ভাঙতে পারবে না’, ফ্রেন্ডশিপ ডে’তে বন্ধুত্বের বার্তা বাণী-অনুষ্কার
পরবর্তী খবর
Friendship Day: ‘মৃত্যু আমাদের এই সম্পর্ক ভাঙতে পারবে না’, ফ্রেন্ডশিপ ডে’তে বন্ধুত্বের বার্তা বাণী-অনুষ্কার
1 মিনিটে পড়ুন Updated: 06 Aug 2023, 12:02 PM ISTSubhasmita Kanji
Vaani Kapoor-Anushka Ranjan Kapoor: বাণী কাপুর এবং অনুষ্কা রঞ্জন কাপুরের সম্পর্ক বোনের মতো! ফ্রেন্ডশিপ ডেতে কী জানাচ্ছেন তাঁরা?
ফ্রেন্ডশিপ ডেতে বন্ধুত্বের বার্তা বাণী-অনুষ্কার
অগাস্টের প্রথম রবিবার আজ। আর গোটা দেশ বন্ধুত্ব যাপনে মেতে উঠেছে। আজকালকার দিনে যাঁদের জীবনে বন্ধুরা অনেকটা পরিবারের মতো তাঁরা যে কতটা লাকি সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর তেমনই দুজন হলেন বাণী কাপুর এবং অনুষ্কা রঞ্জন কাপুর। বাণী হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'অনুষ্কা আমার নিজের বোনের মতো। আদতে আমার তো অনেক সময়ই মনে হয় যে। আমি ওর পরিবারের দত্তক নেওয়া কন্যা। এখানে এমন একটা পরিবার থাকা সত্যি ভাগ্যের ব্যাপার বিশেষ করে যেখানে আমি আমার বাড়ি থেকে এতটা দূরে থাকি।'
প্রসঙ্গত বাণী কাপুর দিল্লির মেয়ে। তিনি যখন দিল্লি থেকে অভিনেত্রী হতে মুম্বই আসেন তখন থেকেই তাঁরা দুজন ভীষণ ভালো বন্ধু। দুজনের প্রথম দেখা যদিও এক কমন ফ্রেন্ডের বাড়িতেই হয়েছিল। সেখান থেকেই ওঁদের হৃদ্যতা বাড়ে।
অনুষ্কা তাঁদের বন্ধুত্ব প্রসঙ্গে বলেন, 'আমরা জানি না কীভাবে আর কেন প্রথম দেখাতেই আমাদের মধ্যে দারুণ বন্ডিং তৈরি হয়ে যায়। আমরা একে অন্যের নম্বর নিই। একসঙ্গে জগিং যাওয়ার প্ল্যান করি। আমি তো এখন ওকে আমার রানি বলে ডাকি।' প্রসঙ্গত এখন অনুষ্কা এবং বাণী দুজনে একই অ্যাপার্টমেন্টে থাকেন।
বন্ধুর প্রশংসা করে অনুষ্কা আরও বলেন, 'জানেন ও ভীষণ মজার। ওর এই দিকটা কেউই জানে না তেমন। আমার জাস্ট ওর সঙ্গে থাকতে ভালো লাগে। যদি কেউ বলে ২০ জন লোক বেরোচ্ছে আর অন্যদিকে বাণী একা আছে, কাদের সঙ্গে যাবি আমি বাণীকেই বাছব। দুজনে পায়জামা পার্টি করব ঘরে।' তবে কেবল প্রশংসা নয়, বন্ধুর গোপন কথাও ফাঁস করেন অনুষ্কা। বলেন, 'ও ১০ বার লাঞ্চ খেতে পারে, ১২ বার ডিনার খেতে পারে। আর প্রতি ১০ মিনিটে তো ওর কিছু না কিছু স্ন্যাকস লাগেই।'