চলুন একটু হিন্টস দেওয়া যাক, কিংবদন্তি অভিনেতার নাতি এই ফ্রক পরা খুদে। টেলিভিশন তাঁকে জনপ্রিয়তা দিলেও বছর ১৭ আগে সিনেমার পর্দাতেই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর। প্রেম করে বিয়ে করেছিলেন তবে সেই বিয়ে টেকেনি। অভিনেতার প্রাক্তন স্ত্রী টলিপাড়ার পরিচিত মুখ। এখন অবশ্য বাংলার চেয়ে বেশি মুম্বইতে কাজ করছেন। এবার বুঝলেন?
বছর তিনেক আগে নতুন সংসার পাতেন অভিনেতা। তাঁর বর্তমান স্ত্রীও গ্ল্যামার জগতের মানুষ। শ্বশুরমশাই রাজনীতির দুনিয়ার মানুষ। আর নিশ্চয়ই সূত্রের প্রয়োজন নেই! এই মিষ্টি বাচ্চা আর কেউ নন,অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় মানে সবার প্রিয় ঋদ্ধিমান সিংহ রায়।