‘১০ বছর আগে এক🎃সঙ্গে যাত্রা শুরু করেছিলাম আমরা। এমন এক সময়ে আমার উপর তুমি বিশ্বাস রেখেছিলে যে সময় খুব অল্প মানুষের বিশ্বাস ছিল’, গ্রিক গড হৃতিক রোশনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ইনস𒀰্টাগ্রামের পাতায় দীর্ঘ পোস্ট করেছেন ‘ফাইটার’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
১০ জানুয়ারি, ৫০-এ পা রেখেছেন হৃতিক রোশন। বলিউডে দীর্ঘ অভিনয় করেছেন একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। যে কোনও অষ্টাদশী তরুণকে ফিটনেসে মাত দিতে পারেন তিনি। জন্মদিনের মধ্যরাত থেকেই শুভেচ্ছায় ভাসছেন অভিনেতা। ‘ফাইটার’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ হৃতিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে তুলে ধরেছেন একসঙ্গে দীর্ঘ ১০ বছর ধরে বলিউডে তাঁদের কাজের যাত্রা। আরও পড়ুন: অর্জুনℱকে বলে লাঞ্চের ব্যবস্থা করালেন মালাইকা, বিশেষ ভাবে জন্মদিনটা কাটালেন𝓀 ফারহা
দীর্ঘ নোটে হৃতিক লেখেন, ‘তোমাকে শুভেচ্ছা জানানো ছাড়াও এই বিশেষ দিনে তোম♔ার জন্য একটি ছোট ধন্যবাদ নোট। ১০ বছর আগে আমরা একসঙ্গে যাত্রা শুরু করেছিলাম। এমন এক সময়ে আমার উপর তুমি বিশ্বাস রেখেছিলে যে সময় খুব অল্প মানুষের বিশ্বাস ছিল। জীবনꦯ আমার জন্য একরকম ছিল না। আমার মনে নেই আমি তোমায় কোনও ধন্যবাদ জানিয়েছি। ছোট এবং বড় ভাবে, তোমার মতো বড় মন খুব কম মানুষেরই আছে। যারা তোমাকে চেনে একই কথা বলবে’।
আরও লিখেছেন, ‘বন্ধু আমি তোমার জন্য অপ🌄রিমেয় সুখ এবং প্রচুর সাফল্য কামনা করি। আমার এতটুকুই কামনা যেন আমরা একসঙ্গে চলতে পারি’। ‘ব্যাং ব্যাং’ এবং ‘ওয়ার’-এর পর ‘ফাইটার’ তৃতীয় ছবিতে এ🅠কসঙ্গে কাজ করছেন হৃতিক এবং সিদ্ধার্থ। পরিচালক-অভিনেতা জুটি হিসেবে তাঁরা প্রচুর ভালোবাসা কুড়িয়েছেন দর্শকমহলে।
সিদ্ধার্থ আনন্দ, বলিউডের এই পরিচালকের সঙ্গে সিনেমাপ্রেমীদের অন্তত নতুন করে আলাপ করানোর ওকিছু নেই। ২০২৩-এ ‘পাঠান’ ব্লকবাস্টার হওয়ার পর এই নাম এখন বি-টাউনে পরিচাꩵলক হিসাবে প্রতিষ্ঠিত।
‘ফাইটার’কে ভারতের প্রথম অ্যারিয়েল অ্যাকশন ফিল্ম হিসেবে ঘোষণা করা হয়েছে। ‘ফাইটার’ প্রযোজনা করেছে ‘ভায়াকম ১৮ মোশন পিকচার্স’। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ছবির চিꦚত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। ভারতীয় বায়ু সেনার পাইলটের ভূমিকায় এই ছবিতে দেখা যাবে হৃতিককে। ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ফাইটার আসছে সিনেমাহলে। মুক্তির তারিখ ২০২৪ সালের ২৫ জানুয়ারি।