‘১০ বছর আগে একসঙ্গে যাত্রা শুরু করেছিলাম আমরা। এমন এক সময়ে আমার উপর তুমি বিশ্বাস রেখেছিলে যে সময় খুব অল্প মানুষের বඣিশ্বাস ছিল’, গ্রিক গড হৃতিক রোশনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামের পাতায় দীর্ঘ পোস্ট করেছেন ‘ফাইটার’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
১০ জানুয়ারি, ৫০-এ পা রেখেছেন হৃতিক রোশন। বলিউডে দীর্ঘ অভিনয় করেছেন একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। যে কোনও অষ্টাদশী তরুণকে ফিটনেসে মাত দিতে পারেন তিনি। জন্মদিনের মধ্যরাত থেকেই শুভেচ্ছায় ভাসছেন অভিনেতা। ‘ফাইটার’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ হৃতিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে তুলে ধরেছেন একসঙ্গে দীর্ঘ ১০ বছর ধরে বলিউডে তাঁদের কাজের যাত্রা। আরও পড়ুন: অর্জুনকে বলে লাঞ্চের ব্যবস্থা করালেন মালাইকা, বিশেষ ভাবে জন্মদিনটা🍌 কাটালেন ফারহা
দীর্ঘ নোটে হৃতিক লেখেন, ‘তোমাকে শুভেচ্ছা জানানো ছাড়াও এই বিশেষ দꩵিনে তোমার জন্য একটি ছোট ধন্যবাদ নোট। ১০ বছর আগে আমরা একসঙ্গে যাত্রা শুরু করেছিলাম। এমন এক সময়ে আমার উপর তুমি বিশ্বাস রেখেছিলে যে সময় খুব অল্প মানুষের বিশ্বাস ছিল। জীবন আমার জন্য একরকম ছিল না। আমার মনে নেই আমি তোমায় কোনও ধন্যবাদ জানিয়েছি। ছোট এবং বড় ভাবে, তোমার মতো বড় মন খুব কম মানুষেরই আছে। যারা তোমাকে চেনে একই কথা বলবে’।