আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে ইব্রাহিম আলি খান এবং খুশি কাপুরের ‘নাদানিয়া’সিনেমাটি। নেটফ্লিক্স- এ সিনেমাটি মুক্তি পেতে চলেছে। শাওনা গৌতম পরিচালিত এই সিনেমাটি হতে চলেছে সইফ পুত্রের প্রথম সিনেমা। অন্যদিকে পরিচালকের এটি প্রথম সিনেমা হতে চলেছে, এর আগে🐼 শাওনা রকি ওর রানী কি প্রেম কাহিনী সিনেমায় করণ জোহরের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
সিনেমার প্রচারে ইতিমধ্যেই জোড়কদমে লেগে পড়েছেন দুই তারকাই। তবে এবার একটি ভিডিয়োর মাধ্যমে সিনেমার প্রচার করার চেষ্টা করলেন খুশি এবং ইব্রাহিম। দর্শকদের খুশি করার জন্য একটি ফানি ভিডিয়ো তৈরি করেছিলেন তাঁরা🐼 ঠিকই কিন্তু ভিডিয়োতে দুজনের ওভার অ্যাকটিং দেখে ভীষণ ক্ষুব্ধ দর্শকরা।
আরও পড়ুন: শ্যুটিং ফ্লোরেই আচমকা অসুস্থ 🌃হয়ে হাসপাতালে অলিভিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
মঙ্গলবার Instagram এ খুশি একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে ইব্রাহিম খুশির সঙ্গে পরের দিন শ্যুটিং শেষে দেখা করতে আগ্রহী কিন্তু খুশি বলছেন, তাঁর দ্বারা൩ সেটা সম্ভব নয়। খুশির কথা শুনে ইব্রাহিম কেঁদে ফ🔥েলছেন। সিনেমার চলচ্চিত্রের একটি গান ব্যবহার করে পুরো ভিডিয়োটি তৈরি করেছেন এই দুই তারকা।
ভিডিয়োটি Reddit - এর পেজে পোস্ট হওয়ার সাথে সাথে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি পোস্ট করে Reddit ক্যাপশনে লিখেছেন, কী ধরনের প্রচার চলছে? ইব্রাহিম এবং খুশি। ইব্রাহিম এবং খুশির প্রচারমূলক এই 🐷ভিডিয়োটি দেখে মোটেই খুশি হয়নি🐬 নেট দুনিয়ার বাসিন্দারা।
ভ꧋িডিয়োর কমেন্ট বক্সে একজন লিখেছেন, এটা টিকটক ব্যবহারকারীদের জন্য একেবারে উপযুক্ত যারা এরকম জঘন্য অভিনয় উপভোগ করেন। এই সিনেমাটি আদৌ কী কেউ উপভোগ করবে, আমার তো তা মনে হয় না।
&ꦦnbsp;অন্য একজন লিখেছেন, তারকা সন্তানরা যে প্রতিবার অভাবে উপহাসের সম্মুখীন হয়, তা এ🎃ই অভিনয়ের স্কিল দেখে স্পষ্ট হয়ে যায়। তৃতীয় একজন লিখেছেন, এদের কাছে সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে শেখেননি। চতুর্থ ব্যবহারকারী লিখেছেন, নেপো কিডস।
আরও পড়ুন: ‘১০০-র মধ😼্যে প্রায় ৩০ জনই…’, গীতিকারদের উদ্দেশ্যে কী বল꧃লেন রাজ শেখর?
আরও পড়ুন: ‘এর থেকে ভালো🧔 অনুভূতি নেই..’, কমেডি চরিত্রে অভিনয় করতে পেরে আপ্লুত অর্জুন
প্রসঙ্গত, ‘নাদানিয়া’ সিনেমায় ইব্রাহিম এবং খুশি ছাড়া অভিনয় করছেন মহিমা চৌধুরী, সুনীল শেট্টি, দিয়া মির্জা এবং যুগল হংসরাজ। ইব্রাহিম এবং খুশির বাবা-মায়ের চরিত্রে অভিনয় করবেন এই তারকারা। ধর্মাতিক এন্টারটেইনমেন্ট ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন করণ জ♑োহর, অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্র।