কার কাছে কই মনের কথা ধারাবাহিকে এখন শিমুল এবং তার শাশুড়ির সমীকরণ সবার মনে ধরেছে। পরিণাম দেখা যাচ্ছে টিআরপিতে। একেবারে বেঙ্গল টপার হয়ে বসে রয়েছে এই ধারাবাহিক। আর হবে নাই বা কেন একেবারে সাপে নেউলে সম্পর্ক থেকে মা মেয়ে হয়ে উঠেছে শিমুল এবং তার শাশুড়ি। এবার আবারও একটা টানটান মোড় আসতে চলেছে এই ধারাবাহিকের গল্পে।
কার কাছে কই মনের কথা ধারাবাহিকের নতুন প্রোমো
সদ্যই স্টার জলসার তরফে কার কাছে কই মনের কথা ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে মধুবালা বিয়ের বাজার করে বাড়ি ঢুকে বলছেন, 'জোড়া বিয়ের বাজার করে আনলুম গো।' অবাক হয়ে যখন শিমুল জানতে চায় জোড়া বিয়ে কেন, তিনি জানান পলাশ এবং প্রতীক্ষার তো বিয়ে হবেই। সঙ্গে তিনি শিমুলের বিয়ে দেবেন এবার। মধুবালা স্পষ্ট করে দেন তিনি শতদ্রুর সঙ্গে এবার শিমুলের বিয়ে দেবেন। পরাগ কিছু বলতে এলে তাকেও তিনি সাফ সাফ বলে দেন পরাগ নয়, তাকে বরং শিমুল ডিভোর্স দেবেন। আগামী ২০ নভেম্বর থেকে ২৬ নভেম্বর এই ধারাবাহিকের বিশেষ পর্বগুলো সম্প্রচারিত হবে।
আরও পড়ুন: রণবীর আলিয়ার বিয়েতে অনেক সমস্যা? ভক্তদের ভুল ধারণা ভেঙে কী জানালেন পর্দার 'রানি'?
আরও পড়ুন: 'আপনাদের জন্ম দিইনি' আচমকাই বিগ বসের প্রতিযোগীদের উপর মেজাজ হারালেন সলমন, নিশানায় কারা?
এখন কী দেখানো হচ্ছে কার কাছে কই মনের কথা ধারাবাহিকে?
শিমুলকে মারতে চাওয়া সত্বেও পরাগ পলাশকে বাঁচিয়ে নিয়েছে শিমুল। এই জন্য তার বন্ধুরা তার উপর বেজায় বিরক্ত। কথাও বলতে চাইছ না ঠিক করে। কিন্তু শিমুল যে কিনা এতটা প্রতিবাদী এমন ঘটনায় কেন রুখে দাঁড়াল না স্রেফ সংসারের ভয়ে? না, বরং পরাগকে এই ঘটনার ভয় দেখিয়ে তার থেকে পাঁচ লাখ টাকা নেওয়ার জন্য। কিন্তু কী কাজে এই পাঁচ লাখ টাকা ব্যবহার করবে শিমুল? এই প্রশ্নের উত্তর আগামী দিনেই পাওয়া যাবে।